এক খিৃস্টান ধর্মাবলম্বীর কাছে পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন শরীফের সন্ধান পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের ওই নাগরিকের কাছে রক্ষিত আল কোরআন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট এবং প্রায় ৪০০ বছরের পুরোনো। এই কোরআন শরিফটি উচ্চতায় মাত্র ৫ দশমিক ১ এবং প্রস্থে ৮ সেন্টিমিটার।
এতে পৃষ্ঠা আছে ৫৫০টি।কোরআনের ক্ষুদ্রতম এই কপিটি পাওয়া গেছে জেরুজালেমে আল কুদসের কাছে। পৃথিবীর সবচেয়ে ছোট কোরআনের হেফাজতকারী খ্রিস্টিয় নাগরিকের নাম আমিল ঈসা। বংশপরম্পরায় কোরআনের ক্ষুদ্রতম কপির মালিক হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
Home »
Islamic Story amp; Hadis
» পৃথিবীর সবচেয়ে ছোট আল কোরআনের সন্ধান!