তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব Part-3

স্যার জগদীশ চন্দ্রবসুর পর বেতার তরংগব্যবহার ককরে একই কাজে প্রথম সফল হনইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। এজন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারকহিসাবে স্বিকৃতি দেওয়া হয়।৬. রেমন্ড স্যামুয়েল টমলিনসন:-[image]বিশ শতকের ষাট-সত্তরের দিকে ইন্টারনেটপ্রটোকল ব্যবহার করে আরপানেটের (Arpanet)জন্ম হয়।বলা যায়,তখন থেকে নেটওয়ার্ক এরমাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যেআন্তঃসংগযোগ বিকশিত হতে শুরু করে।আর এবিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট।১৯৭১সালে আরপানেটে ইলেক্ট্রনিক মাধ্যমেপত্রালাপের সূচনা করেন আমেরিকারপ্রোগ্রামার রেমন্ড স্যামুয়েক টমলিনসন।তিনিই প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন।আজ এ পর্যন্তই।বাকি পর্ব গুলো খুব শীঘ্রইপ্রকাশিত হবে।আমাদের সাথেই থাকুন।

Total Pageviews