হুয়াওয়ের স্মার্টফোনে গ্রামীণফোনের ইন্টারনেট অফার

*.হুয়াওয়ের নির্দিষ্ট মডেলের স্মার্টফোনের সঙ্গেমোবাইল অপারেটর গ্রামীণফোন ইন্টারনেটপ্যাকেজ অফার দিচ্ছে।‘ডাবল ইন্টারনেট, ডাবল ফান’স্লোগানে গ্রামীণফোন গ্রাহকরা ৬ হাজার ১৯০টাকা মূল্যের হুয়াওয়ে ওয়াইথ্রি ২, আট হাজার ৯৯০টাকা দামের ওয়াইফাইভ ২ এবং একই দামেরট্যাবলেট টিওয়ান ৭.০ কিনলে সাথে পাবেনবিনামূল্যে ২৪ জিবি ইন্টারনেট। আরেকটি অফারে গ্রামীণফোন গ্রাহকরা ১৩ হাজার ৫৯০ টাকার হুয়াওয়ে ওয়াইসিক্স ২ , ১১হাজার ৬৯০ টাকার ওয়াইসিক্স প্রো, ১৬ হাজার ৯৯০টাকার জিআর ৫ মিনি এবং ২২ হাজার ৯০০ টাকার পি৯ লাইটকিনলে বিনামূল্যে উপভোগ করতে পারবেন২৫ জিবি পর্যন্ত ইন্টারনেট।*.হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ)লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টরইংমার ওয়্যাং বলেন, উন্নত সেবা ওনতুন অফারেরমাধ্যমে গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতেহুয়াওয়ে ও গ্রামীণফোন নিজেদেরপ্রতিশ্রুতি নিয়ে একসাথে কাজ শুরু করেছে।এমন বান্ডেল অফারে গ্রাহকরা বেশিস্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন বলে বলেন তিনি।বান্ডেলে যা থাকছে*.যেসব গ্রাহক প্রথম অফারটি নিতে চান তারাহুয়াওয়ে হ্যান্ডসেট কেনার সাথে বিনামূল্যেপাবেন ২.৫ জিবি ইন্টারনেট (মেয়াদ৭ দিন)।এরপর, প্রতিবার ৪২৭ টাকার ২.৫ জিবি ইন্টারনেটক্রয়ের সাথে সাথে বিনামূল্যে পাবেন আরও২.৫ জিবি ইন্টারনেট (সর্বোচ্চ নয় বার)।দ্বিতীয় অফারের ক্ষেত্রেও, হুয়াওয়েহ্যান্ডসেট কেনার সাথে গ্রাহকরা বিনামূল্যেপাবেন ২.৫ জিবি ইন্টারনেট (মেয়াদ৭ দিন)।এরপর, প্রতিবার ৪২৭ টাকার ২.৫ জিবি ইন্টারনেটক্রয়ের সাথে সাথে বিনামূল্যে পাবেন আরও২.৫ জিবি ইন্টারনেট (সর্বোচ্চ নয়বার)।

Last 7 Days Visitors