Home »
Grameenphone Free Internet Offer
» জিপিতে ২ টাকায় ২০ এম্বি সম্পূর্ণ নতুন হোয়াটসএপ প্যাক
জিপিতে ২ টাকায় ২০ এম্বি সম্পূর্ণ নতুন হোয়াটসএপ প্যাক
জিপিতে ২ টাকায় ২০ এম্বি সম্পূর্ণ নতুন হোয়াটসএপ প্যাকআসসালামু আলাইকুম!আজ আমি আমার ৮ম টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।হোয়াটসঅ্যাপের জন্য বিশেষ ডেটা প্যাক চালু করেছে মুঠোফোনে নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এতে বাড়তি সুবিধা হিসেবে থাকছে বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার।এক দিনের জন্য ২ টাকায় ২০ মেগাবাইট হোয়াটসঅ্যাপ ডেটা প্যাক কিনতে মুঠোফোনে গ্রাহকদের *১২১*৩০৬৩# নম্বর ডায়াল করতে হবে। আর বাংলায় বার্তা আদান-প্রদানের জন্য অ্যাপটির সেটিংস মেন্যু থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা নির্বাচন করে দিতে হবে।টিউনটি ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।