[Bangla Lyrics] কেন হঠাৎ তুমি এলে ? "তাহসান"

শিরোনামঃ কেনো হঠাৎ তুমি এলে?কন্ঠঃ তাহসানকথাঃ আনোয়ার হোসেন আদরসংগীত আয়োজনঃ সাজিদ সরকারটেলিফিল্মঃ নীলপরী নীলাঞ্জনাবড়ো অবেলায় পেলাম তোমায়,কেনো এখনই যাবে হারিয়ে?কি করে বল রবো একেলা?ফিরে দেখো আছি দাড়িয়ে,দাড়িয়ে…কেনো হঠাৎ তুমি এলে ?কেনো নয় তবে পুরোটা জুড়ে ?আজ পেয়েও হারানো যায়না মানা,বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।শুনছো কি তুমি আমাকে ?ছিলে আমার হয়ে পুরোটাই,যাবে কোথায় রেখে আমায়?এ পথচলায় তোমাকেই চাই (২)কেনো হঠাৎ তুমি এলে ?কেনো নয় তবে পুরোটা জুড়ে ?আজ পেয়েও হারানো যায়না মানা,বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।তোমাকে ভেবে পৃথিবী আমার,অদেখা তবু এঁকে যাইআমার ভেতর শুধু তুমিআরতো কিছুই পায়নি ঠাই (২)কেনো হঠাৎ তুমি এলে?কেনো নয় তবে পুরোটা জুড়ে?আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। (2)"Amr Favourite Song...

Last 7 Days Visitors