ঢাকা বিভাগে রবি-এয়ারটেল নেটওয়ার্কের সমন্বয় শুরু

চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও বরিশালবিভাগের পর ঢাকা বিভাগে পুরোদমে চলছে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সমন্বয়ের কাজ।মোবাইল ফোন অপারেটর রবি রোববার এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, এ পর্যন্ত ঢাকা বিভাগের আওতায়মানিকগঞ্জ, সাভার, গাজীপুর ও নরসিংদীতে নেটওয়ার্কসমন্বয় করা হয়েছে।সোমবার মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ওফরিদপুরে শেষ হবে এ সমন্বয়ের কাজ।রবি ও এয়ারটেল গ্রাহকদের সেরা সেবা দিতে সমন্বিতনেটওয়ার্কের আওতায় তরঙ্গ, বিটিএস ওটেলিযোগাযোগ নেটওয়ার্কের অন্যান্য প্রযুক্তিরওসমন্বয় করা হচ্ছে।রবি জানায়, রবি ও এয়ারটেল গ্রাহকরা ইতোমধ্যেএকীভূতকরণের সুবিধা উপভোগ করছেন।একীভূতকরণের ফলে এয়ারটেল গ্রাহকরা এখন দেশের৯৯ শতাংশ এলাকায় বিস্তৃত নেটওয়ার্কের সুবিধা উপভোগকরছেন। পাশাপাশি অননেট কল রেট উপভোগকরতেপারছেন রবি ও এয়ারটেলের বিপুল সংখ্যক গ্রাহক।নেটওয়ার্ক সমন্বয় করার কারণে এয়ারটেল গ্রাহকদেরনেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এ সমস্যারসমাধানের জন্য তাদের দুটি পদক্ষেপ নিতে হবে।প্রথমে এয়ারটেল গ্রাহকদের তাদের হ্যান্ডসেটেরনেটওয়ার্ক অপশনে গিয়ে এয়ারটেল/এয়ারটেল টুজি/এয়ারটেল থ্রিজি/৪৭০০২/রবি থ্রিজি/রবি আজিয়াটা/বিজিডি রবি/একটেল লিখে সার্চ দিয়ে উল্লেখিত যে কোনোএকটি অপশন সিলেক্ট করতে হবে। এরপর তাদেরমোবাইল হ্যান্ডসেটের ডেটা রোমিং অপশন অ্যাক্টিভকরতে হবে।এরপর উদ্বোধনী অফার হিসেবে এয়ারটেল গ্রাহকরাফেইসবুক ব্রাউজ করার জন্য তিনদিন মেয়াদী ১ জিবি যেটাউপভোগ করতে পারবেন।

Total Pageviews