পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে, সব মুসলিন জেনে নিন তারাবিহ্ নামাজ পড়ার সঠিক নিয়ম বাংলা নিয়ত সহ ।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে, আজকেরটিউন টা লিখলাম, সবাই শেয়ারকরবেন অন্যের কাছে।পবিত্র রমজান মাসে এশার নামাজেরচার রাকাত ফরজ ও দুই রাকাতসুন্নাতের পর এবং বিতর নামাজেরআগে দুই রাকাত করে ১০ সালামে যে২০ রাকাত নামাজ আদায় করা হয়,তাকে ‘তারাবিহ নামাজ’ বলা হয়।আরবি ‘তারাবিহ’ শব্দটির মূল ধাতু‘রাহাতুন’ অর্থ আরাম বা বিশ্রামকরা।রমজান মাসের জন্য নির্দিষ্টতারাবিহ নামাজ জামাতে পড়া ওসম্পূর্ণ কোরআন শরিফ একবার খতম করাসুন্নাতে মুয়াক্কাদা। রাসুলুল্লাহ(সা.) নিজে তারাবিহ নামাজপড়েছেন এবং সাহাবায়ে কিরামকেপড়ার জন্য আদেশ দিয়েছেন। তারাবিনামাজ জামাতের সঙ্গে আদায় করা ওকোরআন শরিফ খতম করা অধিকসওয়াবের কাজ।রাসুলুল্লাহ (সা.) তারাবিহ নামাজেরজন্য রাতের কোনো বিশেষ সময়কেনির্দিষ্ট করে দেননি। তবে তারাবিহনামাজ অবশ্যই এশার নামাজের পরথেকে সুবহে সাদিকের পূর্ববর্তীসময়ের মধ্যে আদায় করতে হবে।তারাবি নামাজের নিয়ত:ﻧﻮﻳﺖ ﺍﻥ ﺍﺻﻠﻰ ﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﺭﻛﻌﺘﻰ ﺻﻠﻮﺓ ﺍﻟﺘﺮﺍﻭﻳﺢ ﺳﻨﺔ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪﺗﻌﺎﻟﻰ ﻣﺘﻮﺟﻬﺎ ﺍﻟﻰ ﺟﻬﺔ ﺍﻟﻜﻌﺒﺔ ﺍﻟﺸﺮﻳﻔﺔ ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ .(উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়ালিল্লাহি তা’আলা, রকাআতাইসালাতিত তারাবিহ সুন্নাতুরাসুলিল্লাহি তা’আলা,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিলকা’বাতিশ শারিফাতি, আল্লাহুআকবার। )অর্থ: আমি ক্বিবলামুখি হয়েদু’রাকাআত তারাবিহ সুন্নতেমুয়াক্কাদাহ নামাযের নিয়ত করছি।আল্লাহু আকবার।তারাবি নামাজের চার রাকাত পরপরদোয়া:ﺳﺒﺤﺎﻥ ﺫﻯ ﺍﻟﻤﻠﻚ ﻭﺍﻟﻤﻠﻜﻮﺕ ﺳﺒﺤﺎﻥ ﺫﻯ ﺍﻟﻌﺰﺓ ﻭﺍﻟﻌﻈﻤﺔ ﻭﺍﻟﻬﻴﺒﺔﻭﺍﻟﻘﺪﺭﺓ ﻭﺍﻟﻜﺒﺮﻳﺎﺀ ﻭﺍﻟﺠﺒﺮﻭﺕ . ﺳﺒﺤﺎﻥ ﺍﻟﻤﻠﻚ ﺍﻟﺤﻰ ﺍﻟﺬﻯ ﻻﻳﻨﺎﻡ ﻭﻻﻳﻤﻮﺕ ﺍﺑﺪﺍ ﺍﺑﺪﺍ ﺳﺒﻮﺡ ﻗﺪﻭﺱ ﺭﺑﻨﺎ ﻭﺭﺏ ﺍﻟﻤﻠﺌﻜﺔ ﻭﺍﻟﺮﻭﺡ .(উচ্চারণ: সুব্হানাযিল মুলকি ওয়ালমালাকুতি সুবহানাযিল ইযযাতি ওয়ালআযমাতি ওয়াল হাইবাতি ওয়ালকুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়ালজাবারূত। সুব্হানাল মালিকিলহায়্যিল্লাযি লা-ইয়ানামু ওয়ালাইয়ামুতু আবাদান আবাদা। ) সুব্বুহুনকুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুলমালাইকাতি ওয়ার রূহ।ধন্যবাদ# সবাইকে টিউন টি পড়ার জন্য,আর বেশি বেশি শেয়ার করবেনকিন্তু।

Total Pageviews