জেনে নিন,পুরুষের প্রতি নারীর দুর্বলতার কারণ !

সঙ্গীর হাত ধরুন, তাকে বুঝতে দিন যেআপনি যত্নবান। কিছু পুরুষালি গুণনারীকে আকর্ষণ করে, পুরুষের প্রতিদুর্বল করে তোলে। তা সব সময় উচ্চতা,গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য নয়।কাঙ্ক্িষত পুরুষের মাঝে আরও বিশেষকিছু খোঁজেন তারা। বিষয়টাপুরোপুরিই মনো-দৈহিক। শরীর তোআছেই, সঙ্গে অবশ্যই থাকতে হবেআবেগ-অনুভূতিও।নারীর হূদয় জয়ে সফল হতে হলে এসবপুরুষালি গুণের চর্চায় মনোযোগী হতেপারেন আজ থেকেই। পড়ুন এমন ছয়টিগুণের কথা-ফিটফাট থাকুননারীরা দীর্ঘদেহী পুরুষ পছন্দ করেনবটে, তবে উচ্চতাই শেষ কথা নয়।গুরুত্বপূর্ণ হলো আপনি কীভাবেনিজেকে উপস’াপন করছেন। আসল বিষয়হলো নারী বুঝতে চায় আপনি নিজেরযত্ন নিতে, ফিটফাট থাকতে পারছেনকি না। তারা ভাবেন, যে পুরুষ নিজেরদেখভাল করতে পারেন না, তিনিআমার দেখভাল করবেন কী করে?সুতরাং, আলুথালু পোশাক, এলোমেলোচুল, নখ না কাটা বা ময়লা থাকা,মোজায় গন্ধ, ময়লা শার্ট বা জিনসেরউদাসীনতার দিন শেষ। হালেরনারীরা এসব একেবারেই পছন্দ করেননা। নারীর মন পেতে হলে এসবখামখেয়ালিপনা আজই ছাড়ুন।নিজের রুচি তুলে ধরুনদামি ব্র্যান্ডের জামা-জুতো হতেহবে বিষয়টা মোটেও এমন নয়। আর যদিএকটার সঙ্গে বেমানান আরেকটা এইব্র্যান্ডের শার্ট, ওই ব্র্যান্ডেরজুতো,সেই ব্র্যান্ডের জিনস হয় তাহলে তাআপনাকে দেখেই দৌড়ে পালাতেপারে যে কেউ। তাই সাধারণ দোকানথেকে কেনা হলেও পোশাকে-আশাকেনিজের রুচি পছন্দটা তুলে ধরুন। আরখেয়াল রাখুন তা যেন আপনারশারীরিক গড়ন আর গায়ের রঙের সঙ্গেমানানসই হয়। নিজের একটা স্টাইলগড়ে তুলুন।আপনাকে বুঝতে হবে, আপনি যেমননারীদের ‘সন্ন্যাসিনী’ সেজে থাকাপছন্দ করেন না, ঠিক তেমনি আধুনিকনারীরাও ‘অফিস টাইপ’ পোশাকেরপুরুষদের পছন্দ করেন না।রসবোধ থাকাটা যে কারও জন্যইউঁচুমানের গুণ হিসেবে বিবেচিত হয়।কাঙ্ক্িষত পুরুষের চরিত্রে নারীরাএটা খোঁজেন। পারে।হিক জীবনে এমনিতেই বহু ঝুট-ঝামেলানিয়ে ত্যক্ত-বিরক্ত হয়ে থাকার মতোযথেষ্টই কারণ থাকে নারীদের। তাইএকজন মনমরা টাইপ সঙ্গী তাদের জন্যমড়ার উপর খাঁড়ার ঘা। তাই নিজেহাসুন, তার মুখেও হাসি ফোটান। তবেখেয়াল রাখতে হবে ঠাট্টা-তামাশাকরতে গিয়ে সব সময়ই অন্য কাউকেখাটো করা, আঘাত করা মোটেইকাজের কথা না। অনেক নারীই এটারীতিমতো অপছন্দ করেন। আর যে পুরুষহাসিমুখে নিজের ভুল স্বীকার করতেপারেন, নিজেকে নিজেই মশকরাকরতে পারেন, তার প্রতি নারীদেরআকর্ষণ কতটা তীব্র সে বিষয়ে আমরাকিছু বলব না, আপনি নিজেই তাপরীক্ষা করে দেখুন। মুখে হাসিফোটানতাকে বুঝতে দিন যে আপনি যত্নবাননারীরা সব সময়ই বারবারই এটানিশ্চিত হতে চান যে তাকে কেউভালোবাসছেন, তার খেয়াল রাখছেন।তার হাত ধরে হাঁটা, সুযোগ পেলেএকসঙ্গে সূর্যাস্ত দেখা-হোক তাবারান্দায় দুই মিনিটের জন্য,মাঝেমধ্যেই জড়িয়ে ধরা, রাস্তাপেরোনোর সময় তার খেয়াল রাখারমতো কাজগুলোকে মোটেই অবহেলাকরবেন না। আপনার এসব ছোট ছোটঅভ্যাস থেকে অনেক কিছুই বোঝাযায়। কখনো কখনো রাস্তায়, বেড়াতেগিয়ে সবার সামনে তার হাত ধরেহাঁটা মানে আপনি তাকে নিয়েগর্বিত। তবে এ চর্চা যেন হয় জড়তাহীন,সাবলীল আর আতিশয্য বর্জিত।ও চোখে চোখ পড়েছে যখনইতার চোখে চোখ রেখে তাকান।মিষ্টি করে একবার হাসুন।ভালোবাসার চোখে সরাসরি তারচোখে তাকালে একজন নারী যেঅনুভূতি পান তার তুলনা করা দুষ্কর।আপনার ওই চাহনিতে নিজেকে লাখেএকজন মনে হতে পারে তার। আরমাঝেমধ্যেই চোখে চোখ রেখেতাকানোটা জরুরি। কেননা, অনেককথায় যা হয় না, চোখের ভাষায় সেটাবলা হয়ে যেতে পারে।

Total Pageviews