যেভাবে মোবাইল দিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন। – পর্ব-১

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। এবং আগামীতে ভাল থাকবেন এই কামনা রইল।আজ আমি আপনাদের সামনে বড় একটি টিউটারিয়াল নিয়ে হাজির হয়েছি।আর তা হলো, কিভাবে মোবাইল দিয়ে youtube থেকে যেভাবে টাকা ইনকাম করবেন। তো আর বেশি বকবক করবনা, আসুন কাজে ঝাপিয়ে পড়ি।আমরা এ পর্বে যা যা করবোঃ*.১/ একটি ইউটিউব চ্যানেল খুলবো*.২/চ্যানেলটি একটু সাাজাবো।*.৩/চ্যানেলটি ভেরিফাই করবো।তো চলুন!! ” প্রথমে google chrome অপেন করুন। ওপেন করার পর ডান পাশের তিনটি ডট আইকনে ক্লিক করে Reguest Desktop site এ ঠিক চিন্হ দিয়ে দিন নিচের ছবির মত।তারপর আপনি www.google.com যান এবং আপনার একটি gmail অ্যাকাউন্ট লগিন করে নিন। আর ইমেইল না থাকলে নতুন একটি gmail খুলে নিন। gmail লগিন করার পর ডুকবেন www.youtube.com- এ। ডুকার পর আপলোড আইনকেন ক্লিক করুন। নিচের ছবির মত।ক্লিক করার আপনার চ্যানেলের নাম চাইবে,যেটি ইচ্ছে দিতে পারেন।নিছের ছবির মত।নাম দেওয়ার পর create channel এ ক্লিক করুন। ক্লিক করার পর একটি নতুন উইন্ডো অপেন হবে, আপনি নিচের ছবিগুলোর অনুসরণ করুন।চ্যানেলেটা কি সমপর্কে হবে একটু সাজিয়ে লেখবেন। এখানের কাজ শেষ হলে video manager এ ক্লিক করবেন।ক্লিক করার আরেকটি পেজ অপেন হবে, আপনি channel এ ক্লিক করুন। নিচের ছবির মত।তারপর আরেকটি নতুন পেজ আসবে। নিচের ছবির মত।আপনি Verify এ ক্লিক করুন। ক্লিক করার আপনি আপনার নাম্বার দিয়ে চ্যানেলটি ভেরিফাই করে নিন। নিচের ছবির মত।যদি ভেরিফাই করতে পারেন তাহলে নিচের ছবির মত দেখতে পারবেন।তো আজকের পর্বের কাজ শেষ। কেউ কিন্তু দ্বিতীয় পর্ব মিস করবেন না। মিস করলে কিন্তু ইনকাম করতে পারবেন না !!প্রথম পর্বের কিছু দিক নির্দেশনাঃ*.১. আপনি শুধু google chrome দিয়েই ইনকাম করতে পারবেন। অন্য কোনো ব্রাউজার দিয়ে পারবেন না।*.২. আপনি যেই বিষয়ে একটু বেশি বুঝেন ঐই বিষয়েই ভিডিও বানাতে পারেন।*.৩.ইনকাম করতে আপনাকে প্রথম কয়েক মাস একটু মেহনত করতে হবে।*.৪. আপনাকে একটু ধৈর্য ধরতে হবে।দ্বিতীয় পর্বে যা যা থাকছে ঃ*.১.নিয়মনীতি মেনে ভিডিও আপলোড দেওয়ার সিস্টেম*.২.আপনার ভিডিও থেকে টাকা ইনকাম।*.৩.google adsense এর জন্য আবেদন।অতএব সবাই দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকুন ১-২ দিনের ভিতরেই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবো। (ইনশাআল্লাহ)

Total Pageviews