চুম্বন, যৌনতা, সমকামিতা নিয়ে সনাতন ভারতের অজানা ইতিহাস

ভারত উপমহাদেশের রয়েছে হাজার বছরের ইতিহাসরয়েছে প্রেম-ভালোবাসার অমর কাহিনীচুম্বন, যৌনতা, সমকামিতা সবই ছিল প্রাচীন ভারতেজেনে নিন সনাতন ভারতের ৫টি অবাক করা তথ্য১) ভারতে নয়, সংস্কৃত প্রথম বলা ও লেখা হয় সিরিয়ায়২) “চুম্বন ভারতীয় ঐতিহ্য নয়”যাঁরা বলেন, তাঁরা ভুল বলেনকারণ, বেদ থেকে মহাভারত, সবেতেই চুম্বনের উল্লেখ রয়েছেএমনকী ‘Kiss’ শব্দটাও এসেছে ‘Kus’ থেকেযা উত্তর ভারতের একটি রীতি ৩) আদিকাল থেকেই যৌনতা ভারতীয় সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রেতখনও ভারতে মুসলিম শাসন শুরু হয়নিপা পড়েনি ব্রিটিশদেরওসেইসময় মহিলাদের ঊর্ধ্বাংশ থাকত সম্পূর্ণ উন্মুক্ত৪) সমকামিতা ভারতের সনাতন ঐতিহ্যের মোটেই পরিপন্থী নয়কামসূত্রে একটি গোটা চ্যাপ্টার সমকামী যৌনতা নিয়েই লেখা৫) ১৯৬৫ সালে প্রকাশিত হয় ‘বৈদিক ম্যাথস’ বলে একটি বইনামে বৈদিক থাকলেও এর সঙ্গে সরাসরি অথর্ব বেদের কোনও যোগ নেই কিন্তুবৈদিক ম্যাথে থাকা সূত্রগুলি মোটেই বেদ থেকে পাওয়া নয

Total Pageviews