[ইসলামিক গল্প] রাসূল (সা) এরশিশু অবস্থায়একটি ঘটনাঃ

রাসূল (সা) এর শিশু অবস্থায়একটি ঘটনাঃমা বিধবা, দাদা বৃদ্ধ এ (ইয়াতীম)শিশুকে লালন-পালন করে তারবিনিময়ে কীইবা এমন পাওয়ারআশা করা যেতে পারে ? ইতস্ততকরে এ সবকিছু ভেবে-চিন্তে দলের কেউইতাকে নেওয়ার আগ্রহ প্রকাশকরলো না ।এদিকে দলের অন্যান্যমহিলা যারা আমারসঙ্গে এসেছিল তারা সকলেইএকটি করে শিশু সংগ্রহ করে নিল ।অবশিষ্ট রইলাম শুধু আমি (হালিমাহ)। আমার পক্ষে কোন শিশু সংগ্রহকরা সম্ভব হলো না ।ফিরে যাওয়ার সময় যতইঘনিয়ে আসতে লাগল আমারমনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ওভারাক্রান্ত হয়ে উঠতে থাকল ।অবশেষে আমি আমারস্বামীকে বললাম, আমারসঙ্গিনীরা সকলেই দুধপানের জন্যসন্তান নিয়ে ফিরছে আরআমাকে শূন্যহাতে ফিরে যেতে হচ্ছে, এ যেনআমি কিছুতেইমেনে নিতে পারছি না । তারচেয়ে বরং আমি সেই ইয়াতীমছেলেটিকেই নিয়ে যাই(যা করেন আল্লাহ) ।স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে,কোন অসুবিধা নেই,তুমি গিয়ে তাকেই নিয়ে এসো ।এমনটিও হতে পারে যে, আল্লাহ এরমধ্যেই আমাদের জন্য কোন বরকতনিহিত রেখেছেন । এমন একঅবস্হা এবং মন-মানসিকতারপ্রেক্ষাপটে শিশু মুহাম্মদ (সা.)কে দুধ পান করানোর জন্যআমি (হালিমাহ) গ্রহণ করলাম ।তারপর হালীমাহ বললেন, 'যখনআমি শিশু মুহাম্মদ (সা.)কে নিয়ে নিজ আস্তানায়ফিরে এলাম এবং তাঁকে আমারকোলে রাখলাম তখন তিনি তাঁরদু'সীনা আমার বক্ষেরসঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তিরসঙ্গে দদুগ্ধ পান করলেন । তাঁর দুধভাইঅর্থাৎ আআমার গর্ভজাতসন্তানটিও পূর্ণপরিতৃপ্তিরসঙ্গে দুগ্ধ পান করলেন । এরপর উভয়ইঘুমিয়ে পড়লো । এর পূর্বে তারএভাবে ঘুমআমরা কক্ষণই দেখিনি ।অন্যদিকে আমার স্বামী উটদোহনকরতে গিয়ে দেখেন যে, তারউলান দুধে পরিপূর্ণ রয়েছে ।তিনি এতো বেশি পরিমাণে দুধদোহন করলেন যে, আমরা উভয়েইতৃপ্তির সঙ্গে পেট পুরে তা পানকরলাম এবং বড় আরামেরসঙ্গে রাত্রি যাপন করলাম । পূর্ণপরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপনশেষে যখন সকাল হলো তখন আমারস্বামীবললেন, 'হালীমাহ!আল্লাহর শপথ, তুমি একজনমহা ভাগ্যবান সন্তান লাভ করেছ ।'উত্তরে বললাম, আল্লাহর শপথ'অবস্হা দেখে আমারও যেন তাইমনে হচ্ছে ।'হালীমাহ আরো বললেন যে, এরপরআমাদে দল মক্কা থেকে নিজ নিজগৃহে ফেরার উদ্দেশ্যে রওনাদিল ।শিশু মহাম্মদ (সা.)কে বুকে নিয়ে আমার সেইদুর্বলএবং নিস্তেজ মাদী গাধার উপরসওয়ার হয়ে আমিও তাদেরসঙ্গে যাত্রা শুরু করলাম । কিন্তুআল্লাহর শপথ আমার সেই দুর্বলগাধাই সকলকে পিছনে ফেলে দ্রুতবেগে সকলেরঅগ্রভাগে এগিয়ে যেতে থাকলো ।অন্য কোন গাধাই তারসাথে চলতে পারলো না ।সূত্রঃ আর-রাহীকুল মাখতুম

Total Pageviews