জেনেনিন যে ৫ কারণে মেয়েরা যৌন সহবাসে অনীহা !

এক তরুণী চিকিৎসকের চেম্বারে বিরসবদনে বসে রয়েছেন। ভাবছেন, আমারনিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। হয়তোক্যান্সার, থাইরয়েডের সমস্যা বাদেহের হরমোন সংক্রান্ত হওয়ারসমস্যা। বয়স মাত্র ২৫ বছর, গতবছর বিয়েহয়েছে। অথচ একটি দিনের জন্যেওস্বামীর সঙ্গে সহবাস করেননি তিনি।সত্যিকার অর্থে তাঁর মন টানেনি।.অন্য কাউকে যে ভালোবাসতেন, তাইস্বামীকে মেনে নিতে মন চাইছেনা এমন কিছু নয়। যৌনতার প্রতি আগ্রহমানুষের সহজাত শারীরবৃত্তিয়প্রক্রিয়া। কিন্তুতাঁর আগ্রহ একদমই নেই।তাই চিকিৎসকের কাছে আসা।অবশেষে রিপোর্ট এল। কোনও সমস্যাইনেই। তাঁর সমস্যা হলো ‘লো সেক্সড্রাইভ’। বাংলায় তর্জমা করলেদাঁড়ায় যৌনতার প্রতি অনাসক্তি। সুস্থহতে থেরাপিস্টের প্রয়োজন। পরেএকজনবিশেষজ্ঞের শরণাপন্ন হলেনতিনি। এখন ভালো আছেন।এখানে পাঁচটি কারণের উল্লেখ করাহলো যার জন্য যৌনতার প্রতিঅনাসক্তি আসতে পারে।.১. খিটখিটে মেজাজযৌন আকাঙ্খাকে নষ্ট করে দিতেরাগই যথেষ্ট। আর এমন মনোভাব নিয়েকার সেক্সের দিকে মন মজে? স্বামী-স্ত্রীর প্রতি বিরূপ মনোভাব থাকলেতা দূর করুন। মন-মেজাজ ঠিক করুন।.২. নিজের ওপর নিয়ন্ত্রণকেউ যৌনতা উপভোগে নিয়ন্ত্রণরাখতে চান না। আর এ ক্ষেত্রেনিয়ন্ত্রণের প্রয়োজনও নেই। আপনি যখননিয়ন্ত্রণে থাকতে চান তখন এর প্রতিআগ্রহ কমে যাবে। তাই এ বিষয়েনিয়ন্ত্রণ রাখার প্রয়োজন নেই। হয়তোসন্তান নেওয়ারক্ষেত্রে ভিন্ন ধরনেরনিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু এর প্রতিইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলেনিয়ন্ত্রণ আনার প্রয়োজন নেই।.৩. আপনাদের আন্তঃযোগাযোগ নেইস্বামী ও স্ত্রীর মধ্যে যোগাযোগেরসময় যদি হয় সন্তানদের ঘুম পাড়ানোর পরবা বাড়ির সব কাজ শেষের পর, তবেযৌনতার প্রতি অনীহা তৈরি হতেবাধ্য। এভাবে দুজনের যোগাযোগথাকে না। প্রতিদিনের কাজকেএভাবে নিজেদের সমস্যার কারণ করেতুলবেন না।.৪. পার্টনারের প্রতি আকর্ষণ বোধকরেন নাসম্ভবত তাঁর প্রতি আপনার আকর্ষণ কাজকরে না। কিন্তু এ নিয়েফ্যান্টাসিতেভোগাটা বোকামি।তাকে অন্য দৃষ্টিভঙ্গীতে দেখুন।আপনারা দুজন জন্ম-জন্মান্তরের বাঁধনেআবদ্ধ। দুজনের প্রতি দুজনেরভালোবাসা থাকলে দৈহিক আকর্ষণওবোধ হবে।.৫. বিষন্নতায় ভুগছেন?বিষন্নতা মানসিক সমস্যার গভীর একটিস্তর। বিষন্নতায় ভুগলে কিছুই ভালোলাগে না। যৌনতার প্রতি আগ্রহহারাবেন। অথচ এ কাজটি বিষন্নতা দূরকরে দিতেপারে। বিষন্নতাদূরীকরণের জন্য একটু মুক্ত বাতাসে ঘুরেআসুন, শপিং করে আসুন।

Total Pageviews