[ইসলামের কথা] রাতজেগে ইবাদত করার ফজিলত।

আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ও মাহমুদরহ……….আবদুল্লাহ ইবনে উমর রা.থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীমসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবিতকালে কোন ব্যক্তি স্বপ্নদেখলে তা নবী করীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম-এরখিদমতে বর্ণনা করত। এতে আমারমনে আকাঙ্খা জাগল যে, আমি কোনস্বপ্ন দেখলে তা নবী করীমসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বর্ণনা করব। তখন আমি যুবকছিলাম। নবী করীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম -এরসময়ে আমি মসজিদে ঘুমাতাম।আমি স্বপ্নে দেখলাম, যেন দুজনফেরেশতা আমাকে ধরে জাহান্নামেরদিকে নিয়ে চলেছেন। তা যেন কুপেরপাড় বাঁধানোর ন্যায় পাড় বাঁধানো।তাঁতে দুটি খুটি রয়েছে এবং এরমধ্যে রয়েছে এমন কতক লোক, যাদেরআমি চিনতে পারলাম। তখনআমি বলতে লাগলাম, আমি জাহান্নামথেকে আল্লাহর নিকট পানাহ চাই।তিনি বলেন, তখন অন্য একজনফেরেশতা আমাদের সংগে মিলিতহলেন। তিনি আমাকে বললেন, ভয়পেয়ো না। আমি এ স্বপ্ন ((আমার বোনউম্মুল মু’মিনীন) হাফসা রা. -এরকাছে বর্ণনা করলাম। এরপর হাফসা রা.তা নবী করীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম-এর নিকটবর্ণনা করলেন। তখন তিনি বললেনbr /> আব্দুল্লাহ কতই ভাল লোক ! যদি রাতজেগে সে সালাত (তাহাজ্জুদ) আদায়করত ! এরপর থেকে আবদুল্লাহ রা. খুব অল্পসময়ই ঘুমাতেন।

Total Pageviews