যৌনমিলনের পর পুরুষরা বেশি ধার্মিক হন!

গবেষকরা দাবি করেছেন, যৌনমিলন মানুষের মধ্যে আধ্যাত্মিকতা ও ধর্মবিশ্বাস উৎসাহিত করেগবেষণায় দেখা গেছে, যৌনমিলনের ফলে ‘লাভ হরমোন’ হিসেবে পরিচিত অক্সিটোসিন নিঃসরিত হয়এই হরমোন সামাজিক বন্ধন দৃঢ় করা এবং পরোপকারিতায় উৎসাহ যোগায়এ ছাড়া বিশেষ করে পুরুষদের মধ্যে স্বর্গীয় অনুভূতি শক্তিশালী করেযুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, যৌনমিলন ধর্মবিশ্বাসে অনুপ্রেরণাযোগায়বিশেষ করে ঈশ্বর এবং ধর্মে বিশ্বাস আরো শক্তিশালী করেযৌনমিলন, সন্তান জন্মদান এবং সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় অক্সিটোসিন হরমোন নিঃসরিত হয়গবেষণায় দেখা গেছে, অক্সিটোসিন হরমোন গ্রহণের পর পুরুষরা অনেক বেশি শক্তিশালী আধ্যাত্মিকতার অনুভূতির কথা বলেছেনএমনকি তাদের ওই অনুভূতি এক সপ্তাহ পরও অটুট ছিলডিউক বিশ্ববিদ্যালয়ের নিউজ ওয়েবসাইট ডিউক টুডেতে ওই গবেষণার নেতৃত্বে থাকা আমেরিকান ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী প্যাটি ভ্যান ক্যাপেলান বলেন, “এর আগের গবেষণায় দেখা গেছে, পরমার্থিকতা এবং ধ্যান সুস্বাস্থ্য এবং মেজাজ-মর্জি ভালোরাখার পেছনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেএবার আমরা পরমার্থিক বা আধ্যাত্মিক অভিজ্ঞতা শক্তিশালী করা ও বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী জৈবিক উপাদানগুলো কী তা বুঝার চেষ্টা করছি”“পরমার্থিকতা জটিল একটি বিষয়এর পেছনে নানা উপাদান সক্রিয় থাকেতথাপি অক্সিটোসিন হরমোন জগতকে আমরা কীভাবে উপলব্ধি করি এবং আমরা কী বিশ্বাস করি তার ওপরও প্রভাব ফেলে”গবেষণায় অংশগ্রহণকারীদের একদলের দেহে অক্সিটোসিন হরমোন আর আরেক দলের দেহে মন ভালো করার ওষুধ প্রয়োগ করা হয়অক্সিটোসিন গ্রহণকারীরা জানান, তাদের জীবনে পরমার্থিকতা বা আধ্যাত্মিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়আর মানবজীবনের গুরুত্বপূর্ণ অর্থ এবং বিশেষ উদ্দেশ্যও আছেঅথচ এদের সকলেই আগে একথা বলেননি যে,ধর্মবিশ্বাস তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশতারা তেমন একটা ধার্মিকও ছিলেন নাগবেষণায় অংশগ্রহণকারীদের যারা অক্সিটোসিন নিয়েছেন, তারা নিজেদেরকে অন্যদের সঙ্গে যুক্ত বাএক করে দেখতে এবং প্রাণবন্ত জিনিস হিসেবে দেখতেই বেশি আগ্রহ প্রকাশ করেছেন”জগতের সকল প্রাণই পরস্পরেরসঙ্গে যুক্ত” এবং “আত্মসচেতনতা বা পরমার্থিকতার এমন একটি সর্বোচ্চ পর্যায় রয়েছে যেখানে পৌঁছানোর পর সকল মানুষকে একক বন্ধনে আবদ্ধ বলে অনুভূত হয়”যারা অক্সিটোসিন গ্রহণ করেছেন ধ্যানের সময় তারা অনেক বেশি ইতিবাচক আবেগগত অভিজ্ঞতা অর্জনের কথা বলেছেনএই অভিজ্ঞতার মধ্যে রয়েছে, সম্ভ্রম, কৃতজ্ঞতাবোধ, আশা, অনুপ্রেরণা, আন্তরিকতা, ভালোবাসা এবং নির্মল প্রশান্তিতবে গবেষণায় অংশগ্রহণকারী সকলকেই অক্সিটোসিন হরমোন সমানভাবে প্রভাবিত করেনিযেসব লোকের দেহে সিডি৩৮ জিন আছে তাদের মধ্যেই শুধু অক্সিটোসিন পরমার্থিকতার বোধ বাড়িয়েছে বা আরো বেশি শক্তিশালি করেছেএই জিনটি মস্তিষ্কের হাইপোথ্যালামিক নিউরন থেকে অক্সিটোসিন হরমোন নিঃসরণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেসোশাল কগনিটিভ অ্যান্ড অ্যাফেকটিভ নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণায় আরোদেখা গেছে, যৌনমিলনের সময় পুরুষদেরতুলনায় নারীরা অনেক বেশি অক্সিটোসিন হরমোন নিঃসরণ করেনতবে এর ফলে নারীদের মধ্যে ধর্ম ও ঈশ্বরবিশ্বাস দৃঢ় হয় কিনা সে ব্যাপারে অবশ্য এখনো কোনো গবেষণাচালানো হয়নিসূত্র : ডেইলি মেইল

Total Pageviews