জাহান্নাম থেকে মুক্তি পেতে ফজরের ওমাগরিব নামাজের পর ছোট্ট এই দোয়াটি পাঠ করুন

জাহান্নাম থেকে মুক্তি পেতে ফজরের ও মাগরিব নামাজের পর ছোট্ট এই দোয়াটি পাঠ করুনআমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাগারিবের নামাজ শেষ করে নফল আমল না করেই মসজিদ থেকে বেরিয়ে আসেন। আবার অনেকেই বিভিন্ন নফল আমলে মগ্ন থাকেন। তবে যারা কোন নফল ইবাদত জানেন না। তারা ছোট্ট এই দোয়াটি জেনে নিয়তিম পাঠ করবেন।দোয়াটি হলো : (সাত বার) اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِবাংলা উচ্চারণ : আল্লাহুম্মাআজিরনি মিনান নার।অর্থ : “হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাওফজিলত ও পড়ার নিয়ম : হজরত মুসলিম ইবনে হারেস তামিমি [রা.] বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কানে কানে বললেন, যখন মাগরিবের নামাজের সালাম ফেরাবে, তখন কারো সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি সাত বার পড়বে।যদি তুমি পড় আর ওই রাতেই তুমি মারা যাও তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে।ফজরের নামাজের পরও এ দোয়াটিএকই নিয়মে সাতবার পড়বে।যদি তুমি পড়ে থাক আর ওই দিনেই তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে। [আবু দাউদ-৫০৮১ নাসায়ি সুনানে কুবরা-৯৯৩৯ সহি ইবনে হিব্বান-২০২২]

Total Pageviews