২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন পদ্ধতি

২০১৭ সালে গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয়ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিতকলেজ/সমমান প্রতিষ্ঠানসমূহে একাদশ শ্রেণী বাএইচএসসিতে এসএমএস ও অনলাইনেভর্তির আবেদন প্রক্রিয়া ৯ মে ২০১৭থেকে শুরু হয়ে ৩১ মেপর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়াশেষে একাদশ শ্রেণিতেভর্তির জন্য নির্বাচিতদেরতালিকা বা ফলাফল প্রকাশ হবে ৫জুন।.বিগত কয়েক বছরের মতো এবারওএসএসসির ফলের ভিত্তিতেকলেজে ভর্তি করা হবে। গতবারেরমত এবারো মোবাইলেএসএমএস এর পাশাপাশি অনলাইনেওঅাবেদন করা যাবে তবে এবার১০টি কলেজে শিক্ষার্থীরাআবেদন করতে পারবেন, প্রার্থীরএকইসঙ্গে ১০টি কলেজের মেধাক্রমপ্রকাশ করা হবে।.→২০১৭ সালে একাদশ শ্রেণীতেভর্তি আবেদনের নিয়ম:SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্রটেলিটক প্রি-পেইডসংযোগ থেকে করা যাবে।আবেদনের জন্য মোবাইল এরমেসেজ অপশনে গিয়ে এভাবেটাইপ করতে হবে-.→CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN ভর্তিচ্ছুগ্রুপের নামের প্রথম দুই অক্ষরএসএসসি/সমমান পরীক্ষাপাসের বোর্ডের নামের প্রথম তিনঅক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বরএসএসসি/সমমানপরীক্ষা পাসের সন ভর্তিচ্ছুশিফটের নামভার্সন কোটার নামএরপর মেসেজটি Send করতে হবে16222 নাম্বারে ।.উদাহরণ: CAD 696954 SC DHA 1234562017 D B FQ→এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN→SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুইঅক্ষর (Science= SC)→DHA-এসএসসি/সমমান পরীক্ষাপাসের বোর্ডের নামেরপ্রথম তিন অক্ষর→123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসেররোল নম্বর→2017-এসএসসি/সমমান পরীক্ষাপাসের সন→D- শিফটের নামের প্রথম অক্ষর→B-ভার্সন এর প্রথম অক্ষর→FQ- মুক্তিযোদ্ধা কোটা)।

Total Pageviews