আপনার শুক্রানুর পরিমাণ কমতে পারে, কেন জানেন?

এই সাবধান বাণী পড়ে মনে হতে পারে, ক্যান্সারের বিধিবদ্ধ সতর্কীকরণকে ইঙ্গিত করা হচ্ছে৷ কিন্তু তেমনটা একেবারেই নয়৷ যে পুরুষেরা ধূমপান করেন তারা কিন্তু সাবধান৷ কারণ আপনার পৌরুষত্বের ওপর থাবা বসাতে পারে এই ধূমপান৷.একটি গবেষণা থেকে জানা যায়, শুক্রানুর মান ক্রমশ খারাপ হতে থাকে ধূমপানের ফলে৷ ক্ষতির সম্মুখীন হয় শুক্রানুর ডিএনএ৷ এখানেই শেষ নয়৷ পুরুষেরা মুখোমুখি হতে পারেন বন্ধ্যাত্বের মতো সমস্যারও৷ গবেষকরা জানান শুক্রানুর ৪২২রকমের প্রোটিনের উপস্থিতির কথা জানান৷ধূমপানের হার অনুযায়ী কমতে থাকে এই প্রোটিনের সংখ্যা৷ অনেকক্ষেত্রে নামমাত্র প্রোটিন অবশিষ্ট থাকে ধূমপায়ীদের শুক্রানুতে৷।তবে ক্যান্সার এবং এই নিম্নমানের শুক্রানুছাড়াও আরও বহু সমস্যায় পড়তে পারেনধূমপায়ীরা৷ তাই ধূমপান করুন ভেবে-চিন্তে৷

Total Pageviews