তরুণদের যৌনতা বৃদ্ধির পেছনে কি মিডিয়া দায়ী?

তরুণ প্রজন্মের মাঝে ক্রমবর্ধমান যৌনতারনিয়ে উদ্বেগ প্রকাশ করছেনঅনেকেই। অতীতের তুলনায় তরুণপ্রজন্মের মাঝে বিপথগামীতা বৃদ্ধিপেয়েছে। আগের তুলনায় এখনঅল্পবয়সীরা বেশিমাত্রায় যৌনতায় লিপ্তহচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, এরপেছনে দায়ী কারা? কোন প্রণোদনায়তরুণদের মাঝে যৌনতা বৃদ্ধি পেয়েছে?এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেহিন্দুস্তান টাইমস।তরুণদের ক্রমবর্ধমান যৌনতার পেছনেদায়ী কারা, তা নিয়ে সম্প্রতি বেশআলোচনা তৈরি হয়েছে। অনেকেইমিডিয়াকে দায়ী করছেন এর পেছনে।বিভিন্ন মিডিয়ায় যৌনতা প্রচার করাকেইঅনেকে তরুণদের উদ্বুদ্ধ হওয়ার কারণহিসেবে ধরছেন। বাস্তবে কী এজন্যমিডিয়া দায়ী?xসম্প্রতি তরুণদের ক্রমবর্ধমান যৌনতা নিয়েফার্গুসন স্টেটসন ইউনিভার্সিটির গবেষকক্রিস্টোফার ফার্গুসন অনুসন্ধান করেন।এতে তিনি মিডিয়ার বিভিন্ন কার্যক্রমেরসঙ্গে তরুণদের যৌন আচরণের অনুসন্ধানকরেন। এতে তিনি যে ফলাফলপেয়েছেন তাতে তরুণদের যৌনতারসঙ্গে মিডিয়ার কোনো সম্পর্ক পাওয়াযায়নি।এ বিষয়ে ক্রিস্টোফার ফার্গুসন বলেন,‘তরুণদের অকালে যৌনতায় লিপ্ত হওয়ারপেছনে মিডিয়ার ভূমিকা নেই কিংবা তাতে যৌনসংস্পর্শ স্বাভাবিক হিসেবেও উঠেআসেনা।’তরুণদের অকাল যৌনতার বিষয়টি অনুসন্ধানেরজন্য ফার্গুসন ২২টি পুরনো গবেষণারফলাফল বিশ্লেষণ করেন। সেসবগবেষণায় মিডিয়ার বিভিন্ন প্রভাব ওতরুণদেরযৌনতার বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে।এসবে অন্তর্ভুক্ত ছিল গর্ভধারণ, ঝুঁকিপূর্ণযৌন আচরণ ও অল্পবয়সে যৌনতায় লিপ্ত হওয়া।এসব গবেষণায় মোট ২২ হাজারঅংশগ্রহণকারী ছিল, যাদের বয়স ছিল ১৮বছরের কম।গবেষকরা জানিয়েছেন, মিডিয়ার সঙ্গেসাধারণ অর্থে তরুণদের যৌনতার কোনোনির্দিষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। একটি অত্যন্তদুর্বল যোগসূত্র পাওয়া গেছে।এক্ষেত্রে মিডিয়ায় যৌনতার উপস্থিতি তাদেরযৌন আচরণকে প্রভাবিত করে, এমনটা বলাযায় না।তাহলে তরুণদের যৌনতা বৃদ্ধি করতে ভূমিকারাখছে কী? এ প্রসঙ্গে গবেষকফার্গুসন বলছেন, বাবা-মায়ের ভূমিকাতরুণদের যৌনতা সম্পর্কে মানসিকতা তৈরিকরতে ভূমিকা রাখে। এছাড়া যৌনতায় লিপ্তহওয়ার বিষয়ে অনেকাংশেই বন্ধু-বান্ধবেরপ্রভাব থাকে।গবেষক বলেন, তরুণেরা যেনঅল্পবয়সেই যৌনতার মতো ঝুঁকিপূর্ণআচরণে লিপ্ত না হয় সেজন্য বাবা-মায়েরসচেতন হতে হবে। অল্পবয়স থেকেইতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবিষয়ে সচেতনতা গড়তে হবে। এছাড়াযথাযথ যৌন শিক্ষার মাধ্যমেও বিষয়টি সামালদেওয়া যায় বলে তিনি মনে করেন।

Total Pageviews