Home »
Airtel Free Internet Offer
» রোমিং সার্ভিস? টাওয়ার না থাকলেও আপনার এলাকায় এয়ারটেল সিম ব্যবহার করুন!
রোমিং সার্ভিস? টাওয়ার না থাকলেও আপনার এলাকায় এয়ারটেল সিম ব্যবহার করুন!
হ্যাঁ, অনেক কারণ রয়েছে, আজকের স্মার্টফোন গুলো প্রায় কম্পিউটারেরমতোই শক্তিশালি। কিন্তু সেলফোন জনপ্রিয়তা পাওয়ার প্রধান কারণটি কি?—কেনোনা এটি একটি ওয়্যারলেস ডিভাইজ,অর্থাৎ পুরাতন বা আগের জামানার টেলিফোনের মতো এটি ব্যবহার করতে তারলাগিয়ে রাখতে হয় না। আপনি যেখানেই যান বা যে স্থানেই যান মোবাইল ফোন বিনা তারে কাজ করবে। কিন্তু এখানে কিছু লিমিটেশনও রয়েছে। যেমন ধরুন আপনি যে সেলফোন অপারেটর থেকে সেলফোনসার্ভিস গ্রহন করছেন সেই অপারেটরের টাওয়ার আপনার এলাকায় নাও থাকতে পারে( সেলফোন কীভাবে কাজ করে বিস্তারিত জেনে নিন ) ফলে আপনি নির্দিষ্ট অপারেটর থেকে তাদের সেবা নিতে পারবেন না। আবার ধরুন আপনি দেশের বাইরে গেলেন, সেখানে আপনার দেশীয় নেটওয়ার্ক তো আর থাকলো না, তাই সেখানেও আপনি আপনার অপারেটর থেকে সেবা নিতে পারবেন না। কিন্তু একটি পদ্ধতি রয়েছে যেখানে সেলফোন অপারেটররা অন্যান্য দেশীয় বা বিদেশী সেল অপারেটরদের সাথে চুক্তি করে অন্য অপারেটর টাওয়ার বা নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার সুবিধা প্রদান করে। আর এই সিস্টেমকেরোমিং সার্ভিস বলা হয়। আজকের আর্টিকেলে আমি এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, সাথে একটি ট্রিক শেয়ার করবো; কীভাবে এয়ারটেল সিম থেকে রোমিং সার্ভিস ব্যবহার করে রবি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে মোবাইল সার্ভিস এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে। তো চলুন শুরু করা যাক…রোমিং সার্ভিসসেলফোন ব্যবহার করতে কি করতে হয়? প্রথমত একটি সিমকার্ড সেলফোনে প্রবেশ করাতে হয়। আর এই সিমকার্ডটি কোন সেলফোন অপারেটর কোম্পানির হয়ে থাকে। সিমকার্ড প্রবেশের মাধ্যমে তারা আপনার ফোনকে তাদের নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা প্রদান করে। আপনি যে কোম্পানির সিমকার্ড আপনার ফোনে লাগাবেন শুধু সেই কোম্পানিরই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। আর আপনার ফোন নেটওয়ার্কে যুক্ত হয় আপনার সেলফোন অপারেটরের টাওয়ার বা বিশাল আকারের এক এন্টেনা থেকে। আপনিযেখানে অবস্থান করছেন বা যেখান থেকেসেলফোন কল করতে চাচ্ছেন সেখানে অবশ্যই আপনার অপারেটরের নেটওয়ার্ক সিগন্যাল থাকতে হবে, অথবা বলতে পারেনআপনার নিকটস্থ স্থানে টাওয়ার থাকতে হবে।কিন্তু সকল সেলফোন অপারেটরের টাওয়ার বা নেটওয়ার্ক সেবা সকল স্থানে নাও থাকতে পারে। শহর গুলোতে এই সমস্যা নেই, কিন্তু গ্রামিন এলাকাতে বিশেষ করে এই সমস্যা বেশি হয়। আবার আপনার দেশের বাইরে গেলে আপনার অপারেটর থেকে আর সার্ভিস পাবেন না, কেনোনা সেই দেশে আপনার অপারেটরের টাওয়ার নেই। এখানে দুইটি অপশন থাকে, হয় আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের লোকাল কোন অপারেটর থেকে আপনাকে সেবা নিতে হবে, অথবা আপনার বর্তমান সেলফোন অপারেটরের সাথে চুক্তি করে রোমিং সার্ভিস চালু করে নিতে হবে।রোমিং সার্ভিস মূলত এমন একটি সার্ভিস যেখানে আপনার অপারেটরের বন্ধু অপারেটর নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে আপনি মোবাইল সেবা এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার সিমকার্ড বা অপারেটর পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। যেমন ধরুন আপনি এয়ারটেল ব্যবহারকরে লোকাল কল এবং ইন্টারনেট ইউজ করেন। এখন অবশ্যই আপনি যেখান থেকে কল করবেন সেখানে এয়ারটেলের টাওয়ার থাকতে হবে, তবে আপনি এদের নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন। কিন্তু ধরুন আপনার স্থানে এয়ারটেলের নেটওয়ার্ক নেই কিন্তু রবির নেটওয়ার্ক রয়েছে, আর যেহেতু এয়ারটেল আর রবি বন্ধু নেটওয়ার্ক তাইআপনি এয়ারটেল সিম থেকে রবি টাওয়ার থেকে সিগন্যাল ধরে এয়ারটেল সকল সেবাগ্রহন করতে পারবেন।রোমিং সেবা নিশ্চিত করার জন্য অবশ্যই অপারেটর গুলোকে একত্রে চুক্তি বদ্ধ হয়ে থাকতে হয় এবং তারা এক ধরনের স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে একেক অপারেটরের ইউজার তথ্য গুলো আরেক অপারেটরের সাথে শেয়ার করে। যেমন আপনি রোমিং এ থাকা কালীন ব্যবহার করছেন রবি নেটওয়ার্ক কিন্তু আপনার ব্যালেন্স রয়েছে এয়ারটেল সিমে এবং ডাটা কাঁটা হচ্ছে আপনার সিম থেকে, এটা কীভাবে হয়। কেনোনা এই অপারেটর দুইটি একে অপারেরসাথে সকল তথ্য গুলো শেয়ার করে। নিচে কিছু পয়েন্ট উল্লেখ্য করলাম, যেগুলো দুইটি অপারেটরের তাদের ইউজারদের রোমিং সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই করনীয়;ইউজারকে অবশ্যই কোন লোকাল অপারেটর থেকে সার্ভিস নিতে হবে এবং যে অপারেটরের সাথে রোমিং কালীন সময়ে কানেক্টেড হবে তার সাথে বর্তমান অপারেটরের চুক্তি থাকতে হবে।মোবাইল অপারেটর দুইটি সর্বদা একে অপরের সাথে তাদের ইউজারের বিল এবং ব্যবহার সংক্রান্ত তথ্য শেয়ার করে।ইন্টারনেট ব্যবহার করার জন্য অবশ্যই রোমিং নেটওয়ার্কে তার অ্যাক্সেস অনুমতি থাকতে হবে।ইউজার কানেক্টেড থাকবে আলাদা নেটওয়ার্কের সাথে কিন্তু সকল চার্জ করা হবে তার লোকাল ট্র্যারিফ প্ল্যান অনুসারে। তবে এক্ষেত্রে নির্ভর করে আপনার লোকাল অপারেটরের সাথে রোমিং নেওয়ার জন্য আপনার কি চুক্তি করা রয়েছে। যেমন বাংলাদেশের মধ্যে এয়ারটেল থেকে রবি নেটওয়ার্কে রোমিং সেবা নেওয়ার জন্য কোন আলাদা টাকা দিতে হয় না। কিন্তু বিদেশের নেটওয়ার্কের সাথে রোমিং করতে আলাদা চার্জ এবং কলরেট পরিবর্তন হয়ে যেতে পারে।রোমিং নেওয়ার সময় অবশ্যই নেটওয়ার্ক এটা চেক করে দেখবে, ইউজারটি ভ্যালিড কিনা।এয়ারটেল থেকে রবি রোমিংআপনারা সকলেই নিশ্চয় জানেন বাংলাদেশের এয়ারটেল এবং রবি তাদের মধ্যে চুক্তি করে এক কোম্পানি হয়ে গেছে। তারা নিজেদের মধ্যে তাদের সার্ভিস গুলো মিশিয়ে সেবার মান আরো উন্নত করার প্রচেষ্টা করছে। আপনি যদি রবি গ্রাহক হোন তবে হয়তো নেটওয়ার্ক নিয়ে বিশেষ কোন সমস্যা নেই, গ্রামিন এলাকা গুলোতেও রবি নেটওয়ার্ক রয়েছে। কিন্তু এয়ারটেল গ্রাহকরা পড়ে যান সমস্যায়, কেনোনা এখনো বাংলাদেশের অনেক থানা পর্যায়ে এয়ারটেল টাওয়ার নেই, ফলে অনেকের ইচ্ছা থাকলেও এই নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব হয়না। কিন্তু এবার রবি আর এয়ারটেল মিলে তাদের নেটওয়ার্ককে এক করার মাধ্যমে রোমিং সার্ভিসের মাধ্যমে এয়ারটেল সিম ব্যবহার করা যাবে আপনার এলাকায় এয়ারটেল টাওয়ার না থাকলেও, যদি আপনার এলাকায় রবি নেটওয়ার্ক থাকে তবে আপনি সেটার মাধ্যমেই এয়ারটেলের সকল সেবা পেতে পারেন।এয়ারটেল বাংলাদেশের ওয়েবসাইটঅনুসারে তিনটি সাধারন স্টেপ অনুসরণ করার মাধ্যমে আপনি এয়ারটেল সিমে রবিনেটওয়ার্ক ব্যবহার করে সার্ভিস পেতে পারেন। নিচে স্টেপ গুলো দেওয়া হলো;প্রথমত আপনার ফোনে এয়ারটেল সিমকার্ডটি প্রবেশ করিয়ে ফোনটিকে চালু করুন, যদি আপনার এলাকায় এয়ারটেলনেটওয়ার্ক না থাকে তবে ফোনে কোন নেটওয়ার্ক শো করবে না।ফোনের নেটওয়ার্ক সেটিং থেকে ম্যানুয়াল নেটওয়ার্ক নির্বাচন চালুকরুন, ফলে আপনার ফোনের আশেপাশের সকল প্রাপ্য নেটওয়ার্কের তালিকা দেখতে পাবেন। এই তালিকা থেকে Robi/Axiata/Robi2G/Robi3G/47002/Airtel/Airtel2G/Airtel3G যেকোনো একটি নেটওয়ার্ক নির্বাচন করুন এবং কানেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কানেক্ট হয়ে গেলে আপনার ফোনের নেটওয়ার্ক বারের পাশে “R” নামক একটি চিহ্ন দেখা যাবে।ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য ফোনের সেটিং এ গিয়ে মোবাইল নেটওয়ার্ক/সেলুলার নেটওয়ার্ক থেকে ডাটা রোমিং অপশনটি চালু করে নিন।[image]ব্যাস আপনি কানেক্ট হয়ে যাবেন এয়ারটেল থেকে রবি নেটওয়ার্কে, কিন্তু সকল সার্ভিস এবং আপনার ফোন নাম্বারটি থাকবে এয়ারটেলের। যদি আপনার সিম থেকে রবিতে কানেক্ট না হয়, তবে ফোনটি একবার রিস্টার্ট করে নেবেন। আর তারপরেও যদি কাজ না করে আপনার এয়ারটেল কাস্টমার কেয়ারে ফোন করে আপনার সমস্যাটি জানাতে পারেন, সম্ভবত তারা আপনাকে সাহায্য করবে।শেষ কথাতো বন্ধু আমরা জানলাম, রোমিং সার্ভিসকি এবং কীভাবে কাজ করে এবং সাথে একটি ছোট্ট ট্রিক্সও শেয়ার করেছি, আশা করছি আপনার উপকারে আসবে। আপনি কি রবি বা এয়ারটেল গ্রাহক বা এই ট্রিক অনুসরণ করে কি আপনি এয়ারটেল সিম ব্যবহার করবেন? নিচে আমাদের কমেন্ট করে সবকিছু জানান।