Home »
Bangla Song Lyrics
» Tomar Lagi তোমার লাগি Shafiq Tuhin Lekha songs
Tomar Lagi তোমার লাগি Shafiq Tuhin Lekha songs
Song: Tomar LagiLyric: Shafiq TuhinTune: Shafiq TuhinMusic Arrangement: Bappa MazumderTomar Lagiতোমার লাগি একই কাতারে সরকারি বিরোধী দল পাড়ার মোড়ে টেল্ডুলকারও শিষ বাজায় ছেড়ে ব্যাট বল তোমার লাগি খাদ্য দ্রব্যে দেয়না তো কেউ ফরমালিন জাকির হোসেন তবলা ছেড়ে বাজায় এখন ম্যান্ডোলিনতোমার লাগি পাগলা গারদে নেই আর এখন পাগলামি তোমার লাগি অবুঝ খোকা হয়ে গেছি এই আমি তোমার লাগি ঘড়ির কাটা উল্টো পথে চলে পাগল মন মনরে মন শুধু তোমার কথা বলেতোমার লাগি যুদ্ধ ছেড়ে আল-কায়েদা আর তালেবান কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে গাইছে দ্যাখো প্রেমের গান তোমার লাগি ঐ বখাটেরাও করেনা আর ইভটিজিং অকারণে হয় না দেশে ঘন ঘন লোড শেডিংতোমার লাগি প্রেমের মিছিলে চলছে দলে দলে তোমার লাগি কবিতা লেখেন আজও নির্মুলেন্দু গুণ তোমার লাগি শহর জুড়ে হয়নাতো নৃশংশ খুন তোমার লাগি ঐ সিলটিরাও কয় কথা সাধু ভাষায়সন্ন্যাসীরাও ধ্যান ভেঙে ঐ চেয়ে থাকে তোমার আশায় তোমার লাগি পাগলা গারদে নেই আর এখন পাগলামি তোমার লাগিঅবুঝ খোকা হয়ে গেছি এই আমি তোমার লাগি ঐ পলেটিশিয়ান যায়না রসাতলে