মেয়েদের আবদারে বিব্রত সার্জেনরাই

এই সময় ডিজিটাল ডেস্ক: ভার্চুয়াল দুনিয়ারঅমোঘ টানে জীবন বিপন্ন! হ্যাঁ, বিশ্বেরএকটা বড় অংশের মহিলা মজেছেন বার্বিডলের মতো ভ্যাজাইনা বা যোনিতে। যারনির্যাস, ‘বার্বি ভ্যাজাইনা’ পেতে যোনিতেছুরি-কাচি চালিয়ে জীবন ঝুঁকি নিচ্ছেন বহুমহিলা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতাবাড়ার অন্যতম কারণ ইন্টারনেট পর্ন।প্রতিটি তাজা আপডেট পেতে Ei Samay-এরফেসবুক পেজ লাইক করুন। If you areআরও পড়ুন: অন্তরঙ্গ অস্ত্রোপচারপরিসংখ্যান বলছে, ২০১৫ সালেই বিশ্বেরপ্রায় ১ লক্ষ মহিলা ‘বার্বি ভ্যাজাইনা’ পেতেlabiaplasty নামক অস্ত্রোপচার করেছেন।এর মধ্যে ৫০ হাজার মহিলাইঅস্ত্রোপচারের মাধ্যমে বয়ঃসন্ধির যোনিপেতে চেয়েছেন। বিশেষজ্ঞরাবলছেন, এই অস্ত্রোপচার অত্যন্তবিপজ্জনক। অনেক মহিলার রক্তপাত বন্ধ হয়নি,সংক্রমণ হয়ে গিয়েছে যোনিতে।কেন এই অবস্থা?বিশেষজ্ঞরা এই প্রবণতার জন্য ইন্টারনেটপর্নের সহজলভ্যতাকেই দুষছেন। তাঁরাবলছেন, ইন্টারনেট পর্নে পর্নস্টারদেরভ্যাজাইনার মতো ভ্যাজাইনা পাওয়ার ইচ্ছেহচ্ছে মহিলাদের। তাই জীবন বাজি রাখতেওপিছপা হচ্ছেন না তাঁরা।আরও পড়ুন: অন্তরঙ্গ অস্ত্রোপচারভ্যাজাইনায় ছুরি-কাচি চালিয়ে সুন্দর করেতোলার প্রবণতা সম্প্রতি কলকাতাতেও দেখাযাচ্ছে। নতুন ট্রেন্ড ভ্যাজাইনোপ্লাস্টি৷ঠোঁট, নাক, ত্বকের মতোই এবার মহিলাযৌনাঙ্গও হতে পারে পছন্দমতো। মনেরমতো। বা চাহিদামতো। শহরের এক নামীমনোবিদের কথায়, ‘আমার শরীরেরঅভ্যন্তরীণ রূপ যদি আমার সঙ্গী বদলকরতে চান, তাহলে বুঝতে হবে কোথাওএকটা সমস্যা আছে। কারণ সম্পর্ক মানে শুধুইশরীর নয়। আর আমি নিজে যদি অন্যেরকাছে আরও বেশি গ্রহণযোগ্য হওয়ার জন্যএরকম একটা সার্জারি করি, তাহলে বুঝতে হবেআমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। আমরাঅন্যের চোখে নিজেকে সুন্দর করতেচাই বলেই এই সার্জারি এত জনপ্রিয় হচ্ছে।’

Total Pageviews