প্রেমের ঝগড়া
.......... MD Faridul Islam Hridoy
মেয়ে : Hi Jan...
ছেলে : Hello Jan....
মেয়ে: ভালো আছো?
ছেলে : কি ভাবে ভালো থাকি বলো? তোমায় খুব
miss করি যে
মেয়ে : কি করবো জান? উপায় নেই দূরে থাকতেই
হবে। আর আমিও তোমায় অনেক miss করি
ছেলে : ইশ!!! আমার থিকা বেশি নাহ।
মেয়ে : জান, আমি তোমায় অনেক ভালোবাসি
ছেলে : জান, আমি তোমার থিকা অনেক অনেক বেশি ভালোবাসি
মেয়ে : না আমি
ছেলে : নাহ্! আমি আমি আমি
মেয়ে : না, আচ্ছা চলো জান, ব্রেকআপ করে দেখি
কে বেশি কষ্ট পায়? যে বেশি কষ্ট পায় বুজবো সে
বেশি ভালোবাসে.......
ছেলে : কি বললা এসব! মেসেজটা দেখে তো এখনি
আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠলো
মেয়ে : আরে পাগল, আমি কিন্তু ফাজলামো করছি!!
ছেলে : দূর, ফাজলামোর একটা সিমাথাকে বুজলা
আভেগ ভালোবাসা নিয়া ফাজলামো ভালো নাহ্।
মেয়ে : আচ্ছা! আর এমন করবো না
ছেলে : হুম!
মেয়ে : কি করো?
ছেলে : কিছু নাহ্
মেয়ে : আচ্ছা তোমার কি মন খারাপ বা রাগ করেছো ঐ কথাটা শুনে?
ছেলে : জানি না
মেয়ে : মাফ করে দাও না জান! আমি তো মজা
করছি।
ছেলে : হুম!
মেয়ে : তুমি রাগ করে থাকলে আমি কি ভালো থাকতে পারি বলো? জান, আমি জানি তো তুমি আমায় আমার থিকাও বেশি ভালোবাসো জান প্লিজ রাগ করে থেকো না আমার খুব কষ্ট হয়। দেখো, আমি কিন্তু হাত কেটে ফেলনো ডিসিশন ফাইনাল!
ছেলে : আরে পাগলিটা আমার! আমি কি কখনও
তোমার সাথে রাগ করে থাকতে পারি বলো হুম? আমি যে তোমায় বড্ডবেশিই ভালোবাসি তোমার থিকাও বেশি!!
মেয়ে : কি? না না আমি বেশি আমি
ছেলে : নাহ! বলছিনা আমি আমি আমি!!
মেয়ে : না........... আমি
ছেলে : না................ আমি!!!
এভাবে চলতেই থাকে তাদের কে বেশি ভালোবাসে তা
নিয়ে জগরা................ শেষ হবারও নয়। কারন,
পাগলটা এবং পাগলীটা যানেই না তারা দুজন দুজনকে
কতোটা ভালোবাসে
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» পাগলটা এবং পাগলীটা যানেই না তারা দুজন দুজনকে কতোটা ভালোবাসে