Home »
Islamic Story amp; Hadis
» পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ওফজিলত।
পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ওফজিলত।
সুপ্রিয় বন্ধুরা,আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।ইসলামিক ফোরামে আপনাকে স্বাগতম।আজ আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো।আমরা কত আনন্দের মধ্যে ডুবে আছি কিন্তু মাত্র দেড়টা ঘন্টা লাগে ৫ ওয়াক্ত নামাজ পড়তে।আল্লাহর নবী সাঃ যখন মিরাজে গিয়েছিলেন তখন আল্লাহ ৫০ ওয়াক্ত দিয়েছিল আমাদের জন্য।মিরাজ থেকে আসার সময় হযরত মুসা আঃ এর সাথে দেখা তিনি জিঞ্জেস করলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে? নবী সাঃ বললেন আমাকে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছ।মুসা আঃ বললেন আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবেনা আল্লাহরে বলেন যেন কমিয়ে দেয়।তখন রাসূল সাঃ গেলেন আবার আসলেন আবার গেলেন এভাবে কমাতে কমাতে ৫ ওয়াক্ত দিলেন।মুসা আঃ বলেন হয়ত এই ৫ ওয়াক্তও পারবেনা।তখন রাসূল সাঃ বলেন আল্লাহ আমারে দিতে চায় আর আপনি বলেন যেন কমায়।আমার এখন সরম লাগে আমি কেমনে কই তুমি আরো কমাও।রাসূলুল্লাহর মনোভাব আল্লাহ বুঝতে পারলেন।আল্লাহ বলেন ও আমার নবী আমিতো ৫০ ওয়াক্তই দিয়েছিলাম আপনার Consation এর দাবিতে আমি কমাতে কমাতে ৫ ওয়াক্তই দিয়েদিলাম।আমার যে মুমিন বান্দা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আমি তাকে ৫০ ওয়াক্তরই সওয়াব দান করে দিব।