লাইলাতুল কদর সুরা

সূরা আল কদরঃ (আয়াত ১-৫)
বাংলা উচ্চারণ । বাংলা অর্থ । আরবি । ইংরেজি
(অবশ্যই একবার হলেও পড়ে শেয়ার করুন যেন অন্যরাও পড়তে পারে)
............................................................................................
বাংলা উচ্চারণঃ
ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কাদরি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদরি, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, তানাযযালুল মালাইকাতু ওয়াররূহ, ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
বাংলা অর্থঃ
নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত।
ﺳﻮﺭﺓ ﺍﻟﻘﺪﺭ :
ﺇِﻧَّﺂ ﺃَﻧﺰَﻟۡﻨَـٰﻪُ ﻓِﻰ ﻟَﻴۡﻠَﺔِ ﭐﻟۡﻘَﺪۡﺭِ
ﻭَﻣَﺂ ﺃَﺩۡﺭَٮٰﻚَ ﻣَﺎ ﻟَﻴۡﻠَﺔُ ﭐﻟۡﻘَﺪۡﺭِ
ﻟَﻴۡﻠَﺔُ ﭐﻟۡﻘَﺪۡﺭِ ﺧَﻴۡﺮٌ۬ ﻣِّﻦۡ ﺃَﻟۡﻒِ ﺷَﮩۡﺮٍ۬
ﺗَﻨَﺰَّﻝُ ﭐﻟۡﻤَﻠَـٰٓٮِٕﻜَﺔُ ﻭَﭐﻟﺮُّﻭﺡُ ﻓِﻴﮩَﺎ ﺑِﺈِﺫۡﻥِ ﺭَﺑِّﮩِﻢ ﻣِّﻦ ﻛُﻞِّ ﺃَﻣۡﺮٍ۬
ﺳَﻠَـٰﻢٌ ﻫِﻰَ ﺣَﺘَّﻰٰ ﻣَﻄۡﻠَﻊِ ﭐﻟۡﻔَﺠۡﺮِ
Sūrat al-Qadr:
We have indeed revealed this (Message) in the Night of Power: (1)
And what will explain to thee what the Night of Power is? (2)
The Night of Power is better than a thousand Months. (3)
The angels and the Spirit descend therein, by the permission of their Lord, with all decrees. (4)
It's all Peace!... until the rise of dawn (Morning Sun)! (5)

Total Pageviews