Home »
Islamic Story amp; Hadis
» জানেন কি , পবিত্র কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হয় ?
জানেন কি , পবিত্র কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হয় ?
আমাদের হাত থেকে বই পড়ে গেলে আমরাসঙ্গে সঙ্গে সালাম করি। আবার কারোশরীরে পা লাগলেও তার গা ছঁয়ে সালামকরি। আবার আল কোরআন হাত থেকে পড়েগেলে অনেকেই পবিত্র কোরআনে চুমুখাওয়ার পাশাপাশি কোরআনের ওজনসমপরিমাণের জিনিস দান করে থাকেন। এইদৃশ্য আমাদের সবারই জানা। এমন বিষয়দেখলে মনের কোণে প্রশ্নও জাগে বিষয়টাআসলে কি? ধর্মীয় ভাবে কাজটার গুরুত্বকি?সালামের সময় যে অবস্থার অবতরন হয় তা সুন্দরও নান্দনিক। বই-কিতাবের প্রতি সালাম,কারো শরীরে পা লেগে গেছে এমনঅমার্যাদা থেকে বাঁচার তাগিদে গাছুঁয়ে সালামের সংস্কৃতি বিবেকের সুস্থতাও বিনয়েরপ্রকাশ। অবশ্য কেউ কাজগুলোবিনয়ের মানসিকতা নিয়ে করলে সওয়াবপাবে।বিনয় ও সরলতার জন্য কোরআন বলছে, যারাপৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করেতারাই আল্লাহ তায়ালার প্রকৃত বান্দা।সুরা ফোরকান : ৬৩মহানবী সা. বলেছেন, যদি কেউ আল্লাহসন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে তবে আল্লাহতার মর্যাদাকে বাড়িয়ে দেন।কোরআন শরিফেচুমু খাওয়ার বিধান সরাসরিবর্ণিত না থাকলেও অনেক সাহাবাকাজটি করেছেন বলে প্রমাণ পাওয়া যায়।হযরত ওমর রা. এর ব্যাপারে বর্ণিত। তিনিকোরআনুল কারিমে প্রতিদিন সকালে চুমুখেতেন। আর বলতেন-এটা আমার রবেরনির্দেশনা, এবং আল্লাহর প্রেরিত।এমনিভাবে হযরত উসমানও রা. কুরআনেকারিমকে চুমু খেতেন এবং চোখেবুলাতেন। রাদ্দুল মুহতার-৫/২৪৬, তাহতাবিআলা মারাকিল ফালাহ-২৫৯, ফাতওয়ায়েমাহমুদিয়া-৭/১৪৭ সাহাবি হজরত ইকরিমারা. থেকে কোরআনের প্রতি ভক্তিদেখাদে চুমু খাওয়ার কথা আছে।তার মানে বিনয়ের সঙ্গে কোরআনুলকারিমে চুমু খাওয়া আত্মার প্রশান্তি এবংনেক কাজ। একই কাগজে লেখা হয় বই-কিতাব। সেগুলোর প্রতি মর্যাদার উপলদ্ধিনিসন্দেহে ভালো কাজ। কারও গায়ে পালাগা যদিও অসর্তকভাবে হয়ে যায়; তবেবিনয় প্রকাশের জন্য সালাম করা, চুমু খাওয়াযেতে পারে। ভিন্ন ঘটনা প্রবাহের মাঝেহলেও মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান পূণ্যেরকাজ। ♥ ♥