Ramadane শয়তানকে কি আটকেরাখা হয়

প্রশ্ন : রোজার মাসে শয়তানকে নাকি আটকে রাখা হয়। এটা কতটুকু সত্যি? আরআটকানো হলে মানুষ খারাপ কাজ করে কেন?এটা একটু জানতে চাই।উত্তর : হ্যাঁ, সহিহ মুসলিমের সহিহ রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে,শয়তানদের মধ্যে দুষ্ট যেগুলো আছে, সেগুলোকে শিকলে আবদ্ধ করা হয়ে থাকে।আমরা জানি, শয়তান দুই প্রকার। কোরআনে কারিমের শেষ আয়াতটি আপনি যদি একটু তেলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন, আল্লাহ সুবনাহুতায়ালা শয়তানকে দুই ভাগে ভাগ করেছেন।একটা হচ্ছে জিনদের মধ্য থেকে শয়তান,আরেকটি হচ্ছে মানুষের মধ্য থেকে শয়তান।জিন শয়তানদেরকে যদিও আটকানো হয়ে থাকে, কিন্তু মানুষ শয়তান থেকে যায়। এই মানুষ শয়তানের যে কাজ রয়েছে, সেই কাজের কারণে মূলত শয়তানি কাজ, খারাপ কাজ কমে না।মানুষ শয়তানকে তো আর শিকলে আবদ্ধ করা যায় না, মানুষের সেই প্রবৃত্তি রয়েই যায়। ফলে মানুষ শয়তান এখানে সবচেয়ে বেশি কাজ করে থাকে। মানুষের মধ্যে যে শয়তানি দিকগুলো আছে, সেগুলোকে আরো উসকে দেয়, সুযোগ করে দেয়।

Total Pageviews