রবিতে নিয়ে নিন মাত্র ৬ টাকায় ১ জিবি!

আজকে একটি অফার বিষয়ক পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পোস্টটি হলো রবি ইন্টারনেট অফার নিয়ে। মাত্র ৬ টাকা দিয়ে রবিতে আপনি ১ জিবি ডাটা নিতে পারবেন। যার মেয়াদ পুরো ৩০ দিন। তবে একটা দিক কম আছে, সেটা হলো যা ব্যবহার করতে পারবেন রাত ১২টা থেকে দিনের ১২টা পর্যন্ত। তবে প্রত্যেক মাসেই আপনি এই অফারটি নিতে পারবেন। আমি এই পর্যন্ত ৩ বার নিয়েছি। আজকেও মাত্র ৬ টাকা দিয়ে ১ জিবি নিয়েছি। তো মাত্র ৬ টাকায় ১ জিবি ইন্টারনেট ডাটা নিতে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন – *৮৬৬৬*০৬০#। অবশ্যই আপনার সিমে ৮ টাকার মত রাখতে হবে। অফারটি নিলে এসডি, ভ্যাট এবং এসসি সহ ৭.৩১ টাকা কাটবে। তো আরকি এখনি দেরি না করে এই অফারটি নিয়ে নিন।
.
বিঃ দ্রঃ হয়তো সব সিমে নাও হতে পারে। চেষ্টা করে দেখতে পারেন আপনার সিমে হয় কিনা। তবে যারা রবি সিমে বেশি ইন্টারনেট নেননাই এর আগে। তারা অবশ্যই পেতে পারেন।

Total Pageviews