Home »
Robi Free Internet Offer
» রবি উদয় সিম সম্পর্কে সকল ভ্রান্ত ধারনা ও বাস্তবতা
রবি উদয় সিম সম্পর্কে সকল ভ্রান্ত ধারনা ও বাস্তবতা
ে রবি উদয় সিম ব্যাবহার করছি, আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের করা কিছু কমন প্রশ্ন ও তার উত্তর নিচে দিবো :প্রশ্ন ১ : রবি উদয় সিম দেখতে কেমন? সাধারন রবি সিম এর মতো ই?উত্তর : এই উত্তরটি আমি আপনাদের নিচের কয়েকটি স্ক্রীনসট এর মাধ্যমে দিচ্ছি। আমি আমার নিজের উদয় সিম এর পিক তুলে তা আপলোড করছি।প্রশ্ন ২ : সব ওয়েব সাইটে লেখা এই সিমের স্পীড নাকি নরমাল রবি সিম থেকে বেশি, কথাটা সত্যি?উত্তর : আরি ভাই যুক্তি দিয়ে চিন্তা করলে ই এইটার উত্তর পেয়ে জেতেন, রবি কোম্পানি কি উদয় সিমকে বেশি স্পীড দেবার জন্য আলাদা করে হাই স্পীড নেটের জন্য টাওয়ার বসাবে নাকি…. হা হা হাপ্রশ্ন ৩ : এই সিমগুলা পাবো কোথাই? দাম কত পড়ে?উত্তর : এই সিমগুলা জেহেতু এসএময়াই সিম তাই এইগুলা কেয়ারে বা নরমাল দোকানে পাবেন না। তাই যারা রবি প্রতিষ্ঠানে চাকরি করে শুধু তারা ই দিতে পারবে। আমি যার থেকে নিসি ওনিও রবি এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আর রবি উদয় সিম কিনতে গিয়ে অনেকে ই প্রতারিত হয়েছে তাই কেনার সময় অবশ্যই বিশস্ত কারো থেকে কিনবেন আর অবশ্যই প্রমান নিবেন ওনি যে রবি অফিসে কাজ করে। আর দামের বেপারটা একেক জনের কাছে একেকরকম যে জত বেশি লাভ করতে পারে, আমি ২ বছর আগে ৩৫০ টাকা দিয়ে কিনসিলাম যার মদ্ধে ১০০ টাকা রিচার্জ অ ছিল।প্রশ্ন ৪ : ৪৯ টাকায় ১ জিবি পেকেজ ছাড়াও নাকি একটা আনলিমিটেড পেকেজ আছে ৩৫০ টাকায়?উত্তর : আরি ভাই বাংলাদেশের কোন সিম কোম্পানি এক মাস মেয়াদে কোনদিন আনলিমিটেড পেকেজ দিতে পারেনি বা কখনো দিতে পারবেও না। আনলিমিটেড এর নাম করে ফেয়ার ইউজেস পলিসি দিয়ে দিচ্ছে। ৬-১০ কেবি স্পীডে আনলিমিটেডনেট। হা হা হা। মনে রাখবেন, রবি উদয় সিম আর নরমাল রবি উদয় সিমের নেট পেকের দিক দিয়ে শুধু একটা ই পার্থক্য সেটা ৪৯ টাকাই ১ জিবি / ১ মাস মেয়াদ / জত খুশি ততবার। এই পেক ছাড়া সাধারন রবি সিম আর রবি উদয় সিমের কোন তফাত নেয়। যদি কেও বলে আনলিমিটেড পেকেজ আছে তাহলে সে আপনারসাথে প্রতারনা করছে, এমন কোন পেকেজ রবিউদয় সিম কেনো সারা বাংলাদেশের কোন সিম এ নেয়।প্রশ্ন ৫ : কলরেট অ নাকি কম, এইটাই কি সত্যি?উত্তর : জী এইটা সঠিক ই শুনছেন, রবি উদয় সিমে ক্যাম্পাস পেকেজ এক্টিব করা থাকে, জার কলরেট রবি উদয়- রবি উদয় মাত্র ৩০ পয়সা মিনিট ( ভেট ছাড়া) আর বাকি যেকোনো বাংলাদেশি নাম্বারে ৬০ পয়সা মিনিট ( ভেট ছাড়া) । তাই জাদের উদয় সিম আছে তাদের সাথে কথা বলে মজা পাবেন।এইগুলা ই ছিল সচরাচর আপনাদের করা প্রশ্ন, তাছাড়া আর কোন ভ্রান্ত ধারনাবা কিছু জানবার থাকলে কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্ট এর উত্তর দেয়ার চেষ্টা করব।বি;দ্র: আর আমি কার থেকে সিম আনসি এইটা কেও জিজ্ঞাস করবেন না কারন এই সিমটা আমার বড় ভাই আনিয়ে দিছে সো ওনি কার থেকে আনসে এই বেপারে আমি কিছু জানি নাহ।