Home »
online Earning Tips
» জেনে নিন গুগল কিভাবে কোথায় কোথায় থেকে আয় করে!! গুগল এর সবচেয়ে বড় ভুল ছিল
যেটি ?
জেনে নিন গুগল কিভাবে কোথায় কোথায় থেকে আয় করে!! গুগল এর সবচেয়ে বড় ভুল ছিল যেটি ?
গুগল আমাদের কাছে সবচেয়ে বেশী পরিচিতএর সার্চ ইঞ্জিন, ই মেইল, ওয়েব ব্রাউজার সহ নানা বিধ ওয়েব টুলস সেবার জন্য; যা আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন নানা কাজে, বাসায় বসেই হোক কিংবা প্রোফেশনাল কোন কোন কাজের জন্য অফিসে বসে এগুলো ছাড়া আমাদের চলেই না। আমরা কি গুগলের এইসব দারুন সেবা গুলো ব্যবহার এর সময় কখনও চিন্তা করে কি দেখেছি? গুগল এর এইসব সার্ভিস ফ্রি কি না? আর গুগল কিভাবে ইবা এত বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে দিনে দিনে? আজকের টিউনে আমরা এই বিষয়েজানব।ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) এ বর্তমানসময়ে সবচেয়ে প্রভাবশালী যে কোম্পানিটি সেটি হল গুগল (Google)। গুগল শুরু হয়েছিল একটি প্রকল্প হিসেবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রাম এর; দুই জন শিক্ষার্থী ল্যারি পেইজ ও সারজে ব্রিন এর হাত ধরে। প্রথমদিকে তাদের লক্ষ্য ছিলো একটি দক্ষ সার্চ ইঞ্জিন তৈরি করা যেটি কিনা কেউ কোন কিছু অনুসন্ধান করলে; সেই বিষয়ে সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফলগুলো উপস্হাপন করবে।এখনও গুগল এর মূল উদ্দেশ্য সেটাই; তবে বর্তমানে কোম্পানিটি প্রদান করছে আরো বিভিন্ন সার্ভিস যেগুলো হল: ইমেইল সার্ভিস থেকে শুরু করে ক্লাউড স্টোরেজ; প্রোডাক্টিভিটি সফটওয়্যার, মোবাইল অপারেটিং সিস্টেম (এন্ড্রয়েড)ইত্যাদি।গুগল এডওয়ার্ডস – সার্চ এডভার্টাইজিংগুগল তাদের নিজস্ব মালিকানাধীন বিজ্ঞাপন সেবা গুগল এডওয়ার্ডস থেকে কেবল ২০১৫ সালে ৭৫ মিলিয়ন ডলার আয় করে;এর ভেতর ৭৭% অর্থাত প্রায় ৫২ বিলিয়ন ডলার আসে তাদের নিজস্ব ওয়েবসাইট বা মেইন ওয়েবসাইট গুগল ডট কম থেকে।আপনি যখন আপনার রিজিওন এর মধ্যে কোন বানিজ্যিক কিছু (ই-কমার্স,ওয়েব হোস্টিং) এসব কিছু অনুসন্দান করেন; তখন গুগল এর অলগরিদম অনুসারে আপনার সামনে অনেক গুলো ফলাফল প্রদর্শিত হয়।এখানে গুগল সবচেয়ে কার্যকরী ফলাফল গুলো প্রথমে প্রদর্শন করায়। এই কার্যকরী সার্চ রেজাল্ট গুলির ভেতর আপনি আবার গুগল এডওয়ার্ডস বিজ্ঞাপন দাতাদের তথ্য এবং আপনার অনুসন্ধান এরসাথে সামঞ্জস্য পূর্ন তাদের পন্য / সেবা গুলি দেখতে পান।গুগল এডওয়ার্ডস এর বিজ্ঞাপন গুলো সাধারনত গুগল ওয়েব প্রোপার্টি গুলোতে প্রদর্শিত হয়। আপনি গুগল এর যেকোন সেবা যেমনঃ ইউটিউব,জি মেইল, ম্যাপ ইত্যাদি এর সাথে সংযুক্ত থাকলেই কোন কোন ভাবে এসব বিজ্ঞাপন আপনার চোখে পড়বেই। এইসব বিজ্ঞাপন এর সিংহভাগ এর দেখা মেলে গুগল এর মূল সার্চ পেজে।এই সব গুগল বিজ্ঞাপন সেবাগুলোতে টপে থাকতে বিজ্ঞাপনদাতা গণ বেশি বেশি টাকা বিড করে থাকেন। লো বিড হওয়া বিজ্ঞাপন গুলোর চেয়ে; বেশি দামে বিড হওয়া বিজ্ঞাপন গুলো আগে দেখা যায়।ভিজিটর এর বিজ্ঞাপন গুলোতে এক একটি ক্লিক এর জন্য গুগল বিজ্ঞাপনদাতা দেরনিকট হতে টাকা নেয়। গুরুত্বপূর্ন কীওয়ার্ড, ফাইনান্সিয়াল সার্ভিস, লোন এগুলোর বিজ্ঞাপন এর অপর ভিত্তি করে প্রতিটি বিজ্ঞাপনে ক্লিক এর জন্য বিজ্ঞাপন দাতাকে গুগলে কয়েক সেন্ট থেকে শুরু করে ৫০$ ডলার পর্যন্তও শোধ করতে হতে পারে!গুগল এডসেন্স নেটওয়ার্কযেখানে গুগল এডওয়ার্ডস বিজ্ঞাপন দাতার বিজ্ঞাপন প্রদর্শন করা কেবল তাদের নিজের সাইটে, সেখানে গুগল এর আরেক টি দারুন সেবা গুগল এডসেন্স নন-গুগল ওয়েবসাইট গুলোকে – গুগলের মাধ্যমে তাদের ওয়েবসাইটে নানা বিধ বিজ্ঞাপন প্রদর্শন করানোর সুযোগ করে দেয়। গুগল এডসেন্স.. গুগল কতৃক এপ্রোভ করা ওয়েবসাইট গুলোতে গুগল এডওয়ার্ডস এর মাধ্যমে নিজেদের সাইটে বিজ্ঞাপন প্রচার করার মতন করে বিজ্ঞাপন প্রদর্শন করায়।যখন গুগল এডসেন্স এপ্রোভড কোন সাইটে কেউ কোন বিজ্ঞাপনে ক্লিক করে; তখন গুগল সেই ক্লিক এর জন্য সাইট মালিককে রেভেনিউ দেয়। এখানে বিজ্ঞাপন দাতাদের নিকট হতে পাওয়া টাকা হতে গুগল কিছুটা নিজেরা রেখে দেয়। গুগল এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট “নীল মোহন” এর ভাষ্যমতে গুগল কাছে প্রায় মিলিয়ন ওয়েবসাইট তালিকা ভুক্ত আছে যেখানে নিয়মিত এডসেন্স এর বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। এবং গুগল এর পুরো বিসনেস ডিপার্টমেন্ট গুগলের প্রাইমারি আয়েরউৎস হিসেবে গুগল এডসেন্সকে চিহ্নিত করেছে।গুগল এডসেন্স থেকে ২০১৫ সালে গুগল ১৫ বিলিয়ন ডলার আয় করে। যা সে বছর গুগল মোট বিজ্ঞাপন খাত থেকে আয়ের ২৩ শতাংশ।অন্যান্য খাতঃগুগল এর ২০১৫ সালে প্রায় ৮ বিলিয়ন ডলার আয় হয়েছিল নন-এডভার্টাইজিং সেক্টরগুলো থেকে। গুগল মেজেভ মরুভূমির সোলার প্লান্ট, গুগল গ্লাস,গুগল পিক্সেল,গুগল ফাইবার, গুগলক্লাউড কম্পিউটিং,এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম,গুগল অ্যাপ, গুগল ম্যাপ,গুগল প্লে স্টোর, গুগল ক্রোম,ক্রোমকাস্ট এসব জায়গা থেকে এই অর্থ আয় করে থাকে।অনেকে গুগল কে এসব প্রোজেক্টে ইনভেস্ট করার জন্য গুগলকে তারা হেয় করেছে। তবে সেগুলোর মধ্যে অনেক গুলো বন্ধ হয়ে গেলেও কিছু কিছু থেকে এখনও রেভেনিউ আসছে।বড় ভুলঃ মটোরোলা কিনে নেয়াগুগল এডভার্টাইজিং এর মাধ্যমে এত টাকা আয় করছে; তার মানে এই নয় না যে, গুগল এর কোন ভুল ছিলনা। ২০১১ সালে মটোরোলাকে ১২.৫ বিলিয়নে কিনে নেয়া; গুগল সবচেয়ে ফাইনান্সিয়াল ভুল ছিল।সেই বছরেরই জানুয়ারি তে গুগল শীর্ষ মোবাইল অপারেটিং সিস্টেম “এন্ড্রয়েড”এর মালিকানা পায়। সফটওয়্যার ভেন্ডর হিসেবে গুগল বাজারেও নেমেছিল। তারা মটোরোলা মোবিলিট থেকে ১৩ বিলিয়ন করে।মটোরোলাকে কিনে নেয়ার চুক্তিটি গুগল এর ইতিহাসে হয়ে গেল সবচাইতে বড় ফ্লপ; যখন ২ বছর পর ৯.৬ বিলিয়ন ডলারে লিনোভো মটোরোলাকে গুগল এর থেকে ২.৯১ বিলিয়ন ডলারে কিনে নিল!শেষ কথাঃবিগত ২০১২-২০১৭ পর্যন্ত গুগল এর রেভেনিউ গ্রোথ ২৫% বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। গুগল এর ৬৫-৬৮% আয় আসে তাদের নিজেদের মালিকানাধীন সাইট থেকে।এবং তাদের সম্পূর্ন এডর্ভাটাইজিং নেটওয়ার্ক মিলে তারা তাদের আয়ের ৯০% ই এখান থেকে পায়।