Home »
যৌন বিষয়ক টিপস
» আসলে ছেলেদের কাছে কি চায় মেয়েরা? জেনে নিন
আসলে ছেলেদের কাছে কি চায় মেয়েরা? জেনে নিন
ছেলেদের কাছে কি চায় মেয়েরাকথায় বলে মেয়েদের ‘মন বোঝাদায়!’ অনেকের তো বুক ফাটে তবুমুখ ফোটে না। তাই মনে যাইথাকুক মুখে বলে অন্য কথা। এ সবেরমধ্যেও আসল পছন্দটা কী?কোনও দিন কোনওমেয়েকে জিজ্ঞেসকরেছেন কি সে কেমনছেলে পছন্দ করে? অবশ্যপ্রশ্ন করলেই যে ঠিকউত্তর পাওয়া যাবেতার কোনও গ্যারান্টিনেই। কথায় বলেমেয়েদের ‘মন বোঝাদায়!’ অনেকের তো বুকফাটে তবু মুখ ফোটেনা। তাই মনে…যাই থাকুক মুখে বলে অন্য কথা। এসবের মধ্যেও আসল পছন্দটা কী?কলকাতা ও আশপাশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরসঙ্গে কথা বলে যা জানা গেল তাকিন্তু অবাক করে দেওয়ার মতো।তাঁদের বক্তব্য থেকে যেটা উঠেএল তাতে দেখা যাচ্ছে, ছেলেরাযতই কায়দার হেয়ার স্টাইলদেখাক, ঝক্কাস বাইক হাঁকাক,সিক্স প্যাকের সেক্সি বডিবানাক আসলে মেয়েরা নিদেনপক্ষে বাঙালি মেয়েরা পছন্দ করেএকজন মজাদার ছেলেকে। সেটাবন্ধু হিসেবে, বয়ফ্রেন্ড হিসেবে,স্বামী হিসেবে কিংবা ডেটিংপার্টনার হিসেবে। মজার সঙ্গেবাকি দু’টো পেয়ে গেলে তোসোনায় সোহাগা।কী বললেন তাঁরা?ভাল চাকরি বা ব্যবসা তো চাই,ভাল স্বাস্থ্যও চাই কিন্তু সবারআগে তাঁকে মজাদার হতে হবে।কারণ, জীবনে মজা না থাকলেঅর্থ কিংবা সেক্স সম্পূর্ণ আনন্দদিতে পারে না। সুতরাং, যতইকেতা থাকুক, যতই কব্জি কিংবাপকেটের জোর থাকুক ‘রামগরুড়েরছানা’ কখনও ভাল পার্টনার হতেপারে না।এটা কি মধ্যবিত্ত মানসিকতা?নাকি ঠেকে শেখা! সব মেয়েরইপ্রকারান্তরে এক জবাব, কলেজক্যান্টিনে যে ছেলেটা টেবিলবাজিয়ে গান করে তার সেক্সনিয়ে কেউ মাথা ঘামায় না।কিন্তু তার প্রেমে পড়তে মন চায়।যে ছেলেটা দিনরাত জোকসশোনায় সে সবার আগে সকলেরমধ্যমণি হয়ে ওঠে।কারণটা কী?১। মজাদার ছেলের সঙ্গ কখনওএকঘেয়ে হয় না। নতুন নতুন কথাবলতে ও কাজ করতে পারে।২। হাসিয়ে মন ভাল করে দেয়। যেকোনও বিষয়ে তার মন্তব্য শুনতেইচ্ছে করে।৩। মজাদার মানুষ বেশিরভাগইসৃষ্টিশীল। সংকটের সময় উপস্থিতবুদ্ধি কাজে লাগাতে পারে।৪। রসবোধ দিয়ে পরিবেশকেহালকা করে রাখে। ঠান্ডামাথায় সিদ্ধান্ত নিতে পারে।৫। মজাদার ছেলেরা বেশিসেন্সেটিভ হয়। তাই গোমড়া মুখদেখলেই না হাসিয়ে ছাড়ে না।কাজের চাপে তৈরি হওয়াঅবসাদে এই মজাটাই তো সবচেয়েদরকারি। আর মজায় থাকা মানেইতো সেক্স কিংবা সংসারসর্বত্রই সুখ।