Home »
যৌন বিষয়ক টিপস
» মেয়ে এবং ছেলে গোপন অঙ্গের কালো দাগ দূর করার সহজ উপায়
মেয়ে এবং ছেলে গোপন অঙ্গের কালো দাগ দূর করার সহজ উপায়
পুরুষের ধোন বা বাড়া ,মেয়েদেরযোনি, বগল, দুই থাইয়ের মধ্যবর্তীস্থান, প্রজনন অঙ্গ, হিপ, কোমরেরভাঁজ ইত্যাদি অঞ্চলে কালো দাগখুবই স্বাভাবিক একটি ব্যাপার ।পোশাকের ঘর্ষণ থেকে শুরু করেলোম পরিষ্কার, নানা কারণে এসবঅঙ্গে কালো দাগ হয়। যেহেতু এসবঅঙ্গের যত্ন নিতে কেউ পার্লারেযেতে চান না, তাই জেনে নিন৫টি দারুণ ঘরোয়া উপায়। অল্পসময়েই চলে যাবে স্পর্শকাতরঅঙ্গের কালো দাগ!শসার রস –শসার রস যেকোনগোপন অঙ্গের দাগ দূরকরার জন্য দারুণউপকারী। এতে ত্বকেরক্ষতির কোনসম্ভাবনাই থাকে না।শসার রস লাগিয়েরাখুন ২০/২৫ মিনিট।তারপর ধুয়ে ফেলুন।কয়েকদিন ব্যবহারেইউপকার পাবেন।আলুর রস –আলুর রস লাগানো একটু ঝামেলারহলেই এটি উপকারী শসার রসেরচাইতেও বেশী। আক্রান্ত স্থানেআলুর রস লাগিয়ে রাখুন। ৩০মিনিট পর ধুয়ে ফেলুন। এটাওত্বকের কোন ক্ষতি করে না।লেবুর রস –লেবুর রস হচ্ছে প্রাকৃতিক ব্লিচ।কিন্তু এটি সরাসরি স্পর্শকাতরঅঙ্গে ব্যবহার না করাই উচিত,ত্বকে হতে পারে জ্বলুনি ও র্যাশ।লেবুর রসের সাথে শসার রস ও একচিমটি হলুদ মিশিয়ে নিন। তারপরএকে লাগান আক্রান্ত স্থানে।লেবুর ও হলুদ দাগছোপ দূর করবে আরশসা রক্ষা করবে ত্বককে। ২০মিনিট পর ধুয়ে ফেলুন। ধোয়ার সময়সাবান দেবেন না।দুধ ও মুলতানি মাটি –কাঁচা দুধের সাথে মুলতানি মাটিও গোলাপ জল মিশিয়ে পেস্ট করেনিন। এই মিশ্রণ ত্বকে লাগিয়েরাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।এই প্যাক মুখেও ব্যবহার করতেপারেন।দই ও হলুদ –দইয়ের সাথে এক চিমটি হলুদ,সামান্য লেবুর রস ও চিনিমিশিয়ে নিন। এই মিশ্রণটিস্ক্রাবের মত ঘষে ঘষে লাগান,তবে খুব হালকা হাতে। তারপররেখে দিন ২০ মিনিট। ধুয়ে ফেলুনঠাণ্ডা পানি দিয়ে।টিপস –– যে কোন প্যাক লাগাবার পরইস্পর্শকাতর অঙ্গে ব্যবহার করবেনখুব ভালো কোন ময়েশ্চারাইজার।– এসব অঙ্গে নানান রকম রঙ ফর্সাকরার ক্রিম মাখতে যাবেন নাকখনোই।– খুব মাইলড পণ্য ব্যবহার করুন এসবঅঙ্গে। বডি স্পত্রে বাডিওডোরেন্ট কখনোই সরাসরিস্প্রে করবেন না।– নিয়মিত গোসল করুন এবং সেইসময়ে পরিষ্কার করুন।– এবং ভালো ময়েশ্চারাইজারলাগান প্রতিদিন।