Home »
খাদ্য ও স্বাস্থ্য
» লম্বা সময় স্মার্টফোন চার্জে রাখা কি ক্ষতির কারণ?
লম্বা সময় স্মার্টফোন চার্জে রাখা কি ক্ষতির কারণ?
সারাদিন ব্যবহার করার পর রাতে ফুরিয়ে যায় ফোনের চার্জ। এরপর অনেকেই সারারাত চার্জে লাগিয়ে রাখেন ফোনটি। ফোনের বিশ্রাম হয় আবার ব্যাটারিও পায় প্রাণ। কিন্তু অনেকেই্ বলে থাকেন, এতোলম্বা সময় চার্জে রাখার ফলে ফোন ক্ষতিগ্রস্ত হয়। আসলেই কি তাই?বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘক্ষণ ফোন চার্জে রাখায় কোনো সমস্যা নেই। তাদের মতে, সমস্যা হলো ফোন বারবার চার্জ দেয়া। বারবার চার্জ দিলে ফোনে নানামাত্রিক সমস্যা হতে পারে বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা।সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। সেখানে বলা হয়েছে, সারা রাত ফোনে চার্জ দিয়ে রাখাটা স্মার্টফোনের ব্যাটারির কোনো ক্ষতি করে না। ক্ষতি হয় অল্প অল্প করে বারবার চার্জ দিতে থাকলে।এ বিষয়ে দেশটির ফোন চার্জার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাঙ্কের মুখপাত্র ইদো ক্যাম্পোস বলেন, ‘স্মার্টফোন শুধু নামে স্মার্ট নয়, কাজের ক্ষেত্রেও স্মার্ট। স্মার্টফোন জানে তার কতটুকু চার্জ প্রয়োজন। তাই দীর্ঘ সময় চার্জে লাগিয়ে রাখলেও প্রয়োজনীয় চার্জ নেওয়া হয়ে গেলে এটি চার্জ করা বন্ধ করে দেয়। অর্থাৎ বিদ্যুৎ সংযোগ থাকলেও ফোনের ব্যাটারি তার প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণ করে না। তাই সারা রাত ফোনে চার্জ দিয়ে রাখটা ফোনের ক্ষতির কারণ নয়।’প্রতিবেদনে বারবার ফোনে চার্জ দেওয়াটা ব্যাটারির জন্য ক্ষতিকর বলে দেখানো হয়েছে। এছাড়া একেবারে শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়াকেও ক্ষতিকর হিসেবে প্রমাণ করা হয়েছে।এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক সাইট পিসি অ্যাডভাইজারের এক প্রতিবেদনে জানায়, স্মার্টফোনের চার্জের ক্ষেত্রের ব্যবহাকারীদের বাড়তি সতর্ক থাকা উচিত। স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারিতে সব সময় ৪০ থেকে ৮০ শতাংশ চার্জ থাকা অবস্থায় ব্যবহার করা ভালো। ২০ শতাংশের নিচে চার্জ নামানো কখনই ঠিক নয় এতে ফোনে নানাবিধ সমস্যারসৃষ্টি হয়।