আমাদের শরীর ব্যাথায় যে দোয়া পড়তেন বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।আসসালামুআলাইকুম।মাটি ও মানুষের থুথুর মাঝে আরোগ্যরয়েছে। হজরত মোল্লা আলি কারিরাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘আমিচিকিৎসা শাস্ত্রের কিছু আলোচনায়দেখেছি পরিশুদ্ধ ও মেজাজ পরিবর্তনকরার ক্ষেত্রে থুথুর বিশেষ প্রভাবরয়েছে। আর মূল স্বভাব সংরক্ষণ করারক্ষেত্রে মাটির বিশেষ উপকারিতারয়েছে। এমনিভাবে অসুস্থতারপাশ্বপ্রতিক্রিয়া প্রতিরোধেরক্ষেত্রেও এর প্রভাব রয়েছে।(মিরকাত) এ প্রসঙ্গে বিশ্বনবিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তুলে ধরাহলো-হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত তিনি বলেন, কোনোব্যথিত তার শরীরের কোনো অঙ্গেব্যথা অনুভব করতো অথবা শরীরেরকোনো স্থানে ফোড়া দেখা দিতোবা জখম হতো তখন প্রিয়নবিসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম(ঐ স্থানে) আঙ্গুল বুলাতে বুলাতেবলতেন-উচ্চারণ : বিসমিল্লাহি তুরবাতুআরদিনা বি-রিকাতি বা’দিনালিইউশফা সাক্বিমুনা বিইনিরাব্বিনা।অর্থ : আল্লাহর নামে আমাদেরজমিনের মাটি এবং আমাদের কারোথুথু মিশিয়ে; যাতে আমাদের রবেরআদেশে আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থহয়ে যায়।’ (বুখারি ও মুসলিম)উল্লেখিত হাদিস থেকে বুঝা যায় যে,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম মাটির সঙ্গে নিজের থুথুমিশাতেন। তিনি হাতের তর্জনীতেথুথু নিয়ে তা মাটির সঙ্গে মিশাতেন।অতঃপর ব্যথার জায়গায় মাটি মাখাআঙ্গুল বুলাতেন এবং এ শব্দগুলোউচ্চারণ করতেন।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকেবিশ্বনবির এ হাদিসের ওপর আমল করেঘোষিত উপকারিতা লাভের তাওফিকদান করুন। আমিন।

Total Pageviews