Home »
online Earning Tips
» ‘ব্রেকিং নিউজ’ যুক্ত হল ইউটিউবে
‘ব্রেকিং নিউজ’ যুক্ত হল ইউটিউবে
কোনো ঘটনা ঘটা মাত্র তা জানার আগ্রহেরকমতি নেই মানুষের মধ্যে। আর কোনো স্থানের ঘটনা চোখে দেখতে মানুষ প্রথমেই সার্চ করে গুগল মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে।তাই এই ব্রেকিং নিউজ দেখা আরও সহজ করতে ইউটিউবে ‘ব্রেকিং নিউজ’ নামে একটি সেকশন যুক্ত করেছে গুগল। ইউটিউবের মোবাইল অ্যাপ এবং হোমপেজে এই সুবিধা যুক্ত করা হয়েছে।নতুন এই সেকশন ওয়েব হোমপেজে রিকমেন্ডেড চ্যানেলের মতো দেখা যাবে এবং মোবাইল অ্যাপে সাজেস্ট ভিডিওতে ফিচারে থাকবে এই ব্রেকিং নিউজ সেকশনটি। ব্রেকিং নিউজ সেকশনটি উন্মুক্তের সময় মূলত স্টিভ ব্যাননের হোয়াইট হাউজে তার পদ ছেড়ে দেওয়ার ইস্যুটিকে প্রথমে নিয়ে আসা হয়। তবে অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়, ১৭ আগস্ট বার্সেলোনার সন্ত্রাসী হামলার ভিডিও দিয়ে ব্রেকিং নিউজ সেকশনটি ভরা ছিল।তবে ব্রেকিং নিউজ সেকশনটি গুগল অ্যালগরিদমের মাধ্যমে নাকি ম্যানুয়ালি বিন্যাস করে থাকে তা পরিস্কার নয়। এমনকি এই সেকশন সবসময় থাকবে নাকি শুধু ব্রেকিং কোনো ঘটনাই দেখা যাবে তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিঃসন্দেহে এটি ইউটিউব এর ফ্রন্ট পেজে একটি প্রয়োজনীয় যোগসূত্র বলা যায়।সূত্র: দ্য ভার্জ