Home »
যৌন বিষয়ক টিপস
» পুরুষের যে গুণটিকে চেহারার চেয়েও বেশি গুরুত্ব দেয় মেয়েরা!
পুরুষের যে গুণটিকে চেহারার চেয়েও বেশি গুরুত্ব দেয় মেয়েরা!
নারী কিংবা পুরুষউভয়েরই কাউকে পছন্দকরার ক্ষেত্রে কিছুনিজস্ব রীতি রয়েছে।কাউকে পছন্দ করারক্ষেত্রে কোনবিষয়গুলো নারী গুরুত্বদেয়, তা নিয়ে একটিগবেষণা করা হয়েছে।এতে উঠে এসেছে এমনকিছু বিষয়, যা আগেজানা যায়নি। একপ্রতিবেদনে বিষয়টিজানিয়েছেইন্ডিপেনডেন্ট।এ গবেষণার জন্য নারীদের…বিভিন্ন ধরনের পুরুষের ছবিদেখানো হয় এবং তা থেকেকাদের ভালো লাগে তা জানাতেবলা হয়। তাদের ছবির পেছনেরকাহিনী ছিল মূল কৌশল। বিভিন্নছবিতে তুলে ধরা হয় তাদের কেউগৃহহীন মানুষকে সাহায্য করছেকিংবা পানি থেকে শিশুকেউদ্ধার করছে।বিভিন্ন ধরনের পুরুষের ছবিদেখিয়ে তা থেকে নারীদেরদীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবেকাউকে বেছে নিতে বলা হয়। এতেদেখা যায়, নারীরা কল্যাণ কাজেনিয়োজিত পুরুষদের পছন্দ করে।এ গবেষণায় আরেকটি বিষয় ছিলচেহারা কিংবা শারীরিকভাবেআকর্ষণীয় পুরুষের সঙ্গে গুণেরতুলনা করা। আদর্শ মানুষ অবশ্যশারীরিকভাবে আকর্ষণীয় এবংগুণবান উভয়ই হতে পারে। কিন্তুনারীরা কোন বিষয়টিকে গুরুত্বদেয়, তা দেখাও ছিল গবেষকদেরউদ্দেশ্য। এতে দেখা যায়,শারীরিক আকর্ষণের তুলনায় গুণনারীরা শেষ পর্যন্ত বেছে নেয়।এক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়েতোলার বিষয়টিও গুরুত্বপূর্ণভূমিকা রাখে।তবে দীর্ঘস্থায়ী সম্পর্ক নয় বরংশুধু সম্পর্ক গড়ার ইচ্ছা থাকলে তাআকর্ষণীয় পুরুষদের সামান্য ওপরেরেখেছে। তবে উভয় বিষয়বিবেচনা করলে তা কল্যাণ কাজেনিয়োজিত বা পরহিতকর পুরুষদেরইসবচেয়ে আকর্ষণীয় রূপে তুলে ধরে।গবেষণার ফলাফল প্রকাশিতহয়েছে ইভোলিউশনারিসাইকোলজি জার্নালে।