Home »
যৌন বিষয়ক টিপস
» মানবদেহের বীর্য উৎপন্ন হওয়ার প্রক্রিয়া
মানবদেহের বীর্য উৎপন্ন হওয়ার প্রক্রিয়া
বীর্যস্খলন সংঘটিত হওয়ার সময়,ইজেকুলেটরি ডাক্টস বাবীর্যস্খলনের নালীদ্বয়ের ভেতরদিয়ে শুক্রাণু প্রবাহিত হয় এবংসেমিনাল ভেসিকল দ্বয়,প্রোস্টেট গ্রন্থিএবংবাল্বরেথ্রাল গ্রন্থিদ্বয়ের তরলেরসঙ্গে বীর্য উৎপন্ন করার জন্যমিশ্রিত হয়। সেমিনালভেসিকলদ্বয় ফ্রুক্টোজ ও অন্যান্যউপাদান সমৃদ্ধ একটি হালকা হলুদবর্ণের চটচটে তরল উৎপন্ন করে যামানববীর্যের উপাদানসমূহের মোটপরিমাণের শতকরা প্রায় ৭০ ভাগ।মানবদেহের বীর্যউৎপন্ন হওয়ার প্রক্রিয়াসম্বন্ধে জানুনপ্রোস্টেট থেকে যে তরলনিঃসরণের প্রক্রিয়াটি ঘটে, তাডাইহাইড্রোটেস্টোস্টেরনেরপ্রভাবে ঘটে থাকে। প্রোস্টেটনিঃসৃত এ তরলটি একটি সাদাটেবা কখনোবা স্বচ্ছ হালকা তরলপদার্থ হয়ে থাকে, যা বিভিন্নপ্রকারের প্রোটিওলিক এনজাইম,সাইট্রিক এসিড, এসিড ফসফেটেজএবং নানান প্রকারের লিপিডদ্বারা সমৃদ্ধ থাকে।বালবোরেথ্রাল গ্ল্যান্ডদ্বয়মূত্রনালীর লুমেনের ভিতর দিয়েযথাযথভাবে একটি তরল নিঃসৃতকরে যেন তা সঠিকভাবে পিচ্ছিলহয়।“সেরেটলি কোষসমূহ”, যারা বীর্যউৎপন্ন হওয়ায় সাহায্য করে এবংতাদের পুষ্টি সরবরাহ করে,সেগুলো সেমিনিফেরাসনালীসমূহের মধ্যে একটি তরলপদার্থ নিঃসরণ করে যা শুক্রানুকেশিশ্ননালীর ভেতর দিয়ে চালনাকরতে সাহায্য করে। ডাক্টালিইফারেন্টাস নালীদ্বয়মাইক্রোভিলাস ও লাইসমালগ্র্যানিউল যুক্ত ঘন আকৃতির কোষদ্বারা গঠিত থাকে যা ডাক্টালফ্লুয়িড বা নালীস্থ তরলকেঅন্যান্য তরল উপাদান শোষণকরানোর মাধ্যমে এতে আরও একধাপ পরিবর্তন আনে।বীর্য যখনই ডাক্টাসএপিডিডাইমিস নালীত্বকেপ্রবেশ করে, ঠিক তখনই তরলপুণঃশোষণকারীপিনোসাইটোটিক ভেসেল সমৃদ্ধপ্রধান কোষসমূহগ্লিসারোফসফোকোলিন নামকএকটি পদার্থ নিঃসরণ করে যেটিদ্রুত বীর্যপতন রোধ করে বলেবেশিরভাগ ক্ষেত্রে ধারণা করাহয়। সহকারী শিশ্ন নালিকাদ্বয়,সেমিনাল ভেসিকল, প্রোস্টেটগ্রন্থিদ্বয় এবং বাল্বোরেথ্রালগ্রন্থিদ্বয়ই অধিকাংশ পরিমাণবীর্য উৎপন্ন করে।