Home »
যৌন বিষয়ক টিপস
» এই প্রথম তৈরি হল মহিলাদের মিলন চাহিদার পিল
এই প্রথম তৈরি হল মহিলাদের মিলন চাহিদার পিল
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওষুধপ্রস্তুতকারক সংস্থা তৈরি করলএমন এক ট্যাবলেট, যা খেলেমহিলাদের যৌন চাহিদা বেড়েযাবে। এই ওষুধ বাজারে ছাড়ারজন্য লাইসেন্স প্রয়োজন। সেইকারণে আপাতত তাঁরা ওষুধেরস্যাম্পেল মার্কিন যুক্তরাষ্ট্রেরফুড এবং ড্রাগ অ্যাডমিনিসট্রেশনদফতরে জমা দিয়েছে।উত্তর ক্যারোলিনার ওষুধপ্রস্তুতকারক সংস্থা, স্প্রাউটফার্মাসিউটিকালসের তৈরি এইওষুধটি মূলত নন- হরমোনাল, নামফ্লিবানসেরিন। সংস্থার তরফেজানানো হয়েছে, এটাই বিশ্বেরপ্রথম পিল , যা মহিলাদের যৌনচাহিদা বাড়াবে।সংস্থার সিইও তরফে দাবি করাহয়েছে, বহু মহিলা, যাঁদের যৌনচাহিদা কম হওয়ার ফলে, তাঁদেরস্বামী বা বন্ধুদের সঙ্গেসম্পর্কের অবনতি হয়। এই ওষুধ সেইসমস্যার অনেকটা সমাধান করবেবলে, দাবি করা হচ্ছে।পুরুষ বা নারী, যেকোনও মানুষেরইযৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করেমস্তিষ্ক । মূলত, মস্তিষ্কেনিউরোট্রান্সমিটারেভারসাম্যহীনতার ফলে একজনেরযৌন চাহিদা বাড়ে বা কমে,দাবি করেছেন ক্যালিফোর্নিয়াবিশ্ববিদ্যালয়ের একমনোরোগবিদ্যার প্রফেসর।ফ্লিবানসেরিন নামের এই পিলটিমূলত সেই ভারসাম্যহীনতাকেসংশোধন করবে, এবং একজনমহিলার ভেতরে স্বাভাবিক যৌনচাহিদা বাড়িয়ে দেবে। এরমধ্যেইওষুধটি এগারো হাজার মহিলারওপর পরীক্ষা করেও দেখা হয়েছে,বলে জানানো হয়েছে সংস্থারতরফে।সমীক্ষা চালানো হয়েছে এমনকয়েকজন মহিলার সঙ্গে কথা বলেজানা গেছে, তাঁদের যৌনচাহিদা যেমন বেড়েছে, তেমন কমযৌন আসক্তির জন্য যে মানসিকসমস্যার তৈরি হয়েছিল, তাওঅনেক কমে গেছে। তৃতীয়ত যৌনসম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছেওঅনেক বেড়ে গেছে সেই সমস্তমহিলাদের মধ্যে, এবং বেড়েছেযৌন সম্পর্কের পর তৃপ্তিও।তবে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। সবসময় ঘুমঘুম ভাব আসে, সঙ্গে বমি বমিভাবও থাকছে। সমীক্ষা চালিয়েদেখা গেছে, বিশ্বের মধ্যে ১০থেকে ১২ শতাংশ মহিলা কম যৌনচাহিদায় আক্রান্ত। এই ওষুধতাঁদের জন্য এক নিশ্চিন্তসমাধান, সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলোকে উপেক্ষাকরতে পারলে।