আসসালামু আলাইকুম,বন্ধুরাকেমন আছো সবাই, আশা করি সবাই ভাল আছো।আমিও ভালো আছি। অনেকের মন খারাপ Dreamploy কাজ দেয়না কেন।আমি Dreamploy নিয়ে আরো অনেক পোষ্ট করেছি। Dashboard এর Generation নিয়ে আলোচনা করছি, যারা মিস করেছেন পোষ্টের শেষে বলে দেব কোথায় পাবেন পোষ্টগুলো।আসুন এবার কাজের কথায় আসি। কেউ এটা ভাবেন না আমি আমার রেফার বাড়ানোর জন্য পোষ্ট দিতেছি। আমি পোষ্টে কোন রেফার শেয়ার করব না। আমার টিমে বর্তমানে ১২০০+ আছে। আমি সকলের উপকারের জন্য পোষ্টটা দিতেছি।শুরুতে সবাইকে প্রোফাইল কমপ্লিট করার জন্য অনুরোধ করছি। প্রোফাইল এ অবশ্যই ফটো আপলোডে দিবেন। ফটো আপলোডে এখন কোন সমস্যা হয় না। এর জন্য সবাই Chrome Browser ব্যবহার করুন।Dreamploy এপস নির্ধারিত সময়ে রিলিজ করার পর অনেকে অভিযোগ করেছেন যে তাদের মোবাইলে ইনস্টল করার পর অন্যজনের আইডি অটোমেটিকেলি চলে আসছে… তাই এই সমস্যা সমাধান করে, আবার নতুন করে এপসটি প্লে স্টোরে দেওয়া হয়েছে আজ বিকেলে। সবাই আগেরটা আনস্টল করুন এবং নতুন আপডেটটা ডাউনলোড করুন।
ঈদের পর চ্যালেঞ্জ, রেফারেল মানি উইথড্রো, এড ভ্যালি, মিডিয়া এন্ড সোশ্যাল নেটওয়ার্ক, শপিং চালু হচ্ছে.. বিশ্বাস রাখুন, ড্রিমপ্লয়ের সাথে থাকুন।চ্যালেন্স অফসনে ৭-৮ টা অ্যাপ থাকবে।চ্যালেন্স অফসন মোকাবেলা করার জন্য অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই লাগবে। বিশ্বাস না হলে Dreamploy এর এডমিন এর এসএমএস দেখুনবি.দ্রঃ এপস ডাউনলোড এবং প্রোফাইল কম্প্লিট এর উপর চ্যালেঞ্জ নির্ভরশীল, সুতারং সবাই সবার মেম্বারদের অভিহিত করুন।চ্যালেন্স কমপ্লিট করার পর আপনি কম্পিউটার/ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন।ওয়েবসাইট দিয়ে একাউন্ট খোলা বন্ধ হয়ে যাচ্ছে। সবাই অ্যাপ দিয়ে একাউন্ট খুলতে পারবেন। প্রোফাইলটা অবশ্যই কমপ্লিট করবেন। যাদের প্রোফাইল কমপ্লিট থাকবেনা তাদের আইডি অটো ব্লোক হয়ে যাবে। Dreamploy তে কোন ফেইক এর জায়গা হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন।
any help 01795429005
Home »
online Earning Tips
» বাংলাদেশের সেরা অনলাইন আর্নিং সাইট Dreamploy এর সকল সমস্যা সমাধানের জন্য,
Dreamploy এর সকল মেম্বারদের পোষ্টটি দেখার জন্য অনুরোধ করছি।