বিয়েতে খরচ বেশি করলে কি বরকত নষ্ট হয়?

প্রশ্ন : বিয়েতে খরচ বেশি করলে সেই বিয়ের বরকত নষ্ট হয়ে যায়, এমন বক্তব্যকি শুদ্ধ?উত্তর : না। উল্টো নেতিবাচক বক্তব্য নিয়ে এসেছেন। রেওয়াতের মধ্যে যে হাদিসটি এসেছে সেটা হলো, ‘ওই বিয়েটা সবচেয়ে উত্তম, যার খরচটা কম’। এটা হচ্ছে উত্তম বিয়ে। এ কথার থেকে বোঝা যাচ্ছে যে, মূলত খরচ যত কম করবেন, তত বিয়ের বরকত বেশি হবে। আপনি নেতিবাচকভাবে বিষয়টি নিয়ে এসেছেন। এখানে সামর্থ্য তো অবশ্যই অপরিহার্য। খরচ কম বলতে এর অর্থ এই নয়যে, ফকির-মিসকিনের মতো খরচ করবেন, ব্যাপারটি এমন নয়। কারো কোটি টাকা আছে, তিনি যদি চান তাঁর আপন আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, গরিব-মিসকিনকে নিয়ে অনেক বড় করে করলেন, এটি তাঁর জন্য কোনো অসুবিধা নেই। এখানে নির্ভর করছে যেটা সেটা হলো, তাঁর এই খরচটা তুলনামূলকভাবে কম হওয়া। এটা নির্ভর করছে ব্যক্তির অবস্থার ওপর, সামর্থ্যের ওপর। যাতে করে এটি কোনোভাবেই তাঁর উপর বোঝা করে দেওয়া না হয়। এখান থেকে এই অর্থটা ওলামায়ে কেরাম বের করেছেন, যাতে করে বিয়ের খরচের ক্ষেত্রে কারো ওপর চাপিয়ে দেওয়া না হয়, সামর্থ্যের বাইরে চলে না যায়।অনেকের ক্ষেত্রে দেখা যায় যে, প্রদর্শনের কারণে ঋণ করে বিয়ের ব্যবস্থা করছেন, অনেক লোককে দাওয়াত দিচ্ছেন, অথচ তিনি ঋণগ্রস্থ হয়ে পড়ছেন। এই জিনিসগুলো যেন না হয় সেটাই হচ্ছে এখানে মূল বিষয়।সূত্র এনটিভি

Total Pageviews