সেক্স এর সময় কনডম ফেঁটে গেলে কি করবেন?

এই পোষ্টটি পড়ার আগে যারাজানেন না তারা জেনে নিন কনডমকি? নিরাপদ, জন্মনিয়ন্ত্রন এবংবিভিন্ন রোগ প্রতিরোধের জন্যকনডম ব্যবহৃত হয়।Sex বা শারীরীকমিলনে বীর্যস্থলনের পূর্বে যদিকনডম ফেঁটে যায় তাহলে সাথেসাথে মিলন বন্ধ করুন লিঙ্গ বেরকরে আনুন এবং নতুন একটি কনডমপ্রতিস্থাপন করুন।যদি দেখেন বীর্য পড়ে গেছে এবংতা যোনীমুখে দৃশ্যমান থাকেতাহলে সাবান এবং গরম পানিরসাোয্যে জলদি ধুয়ে ফেলুন।কারণগরম পানি দিয়ে ধুঁয়ে ফেললেশুক্রানু নিষ্ক্রিয় হয়ে যায়। তবেযৌনাঙ্গের গভীরে বীর্য পড়লেসেক্ষেত্রে উপরোক্ত পদ্ধতিতেলাভ হয়না। কারণ শুধু ধুঁয়ে কখনোশুক্রানু দুর করা যায় না।এইডসসহ যেকোন প্রকার সেক্সুয়ালট্রান্সমিটেড ডিজিজের (এস টিডি) উপস্থিতি পরীক্ষা করান।বেশিরভাগ ক্ষেত্রে এস টি ডি এরপ্রাথমিক লক্ষণ হিসাবে ফুসকুড়ি,ফোলা গ্রন্থি, জ্বর, ফ্লু, ব্যাথাএবং লিঙ্গ কিংবা যোনী থেকেআঠালো তরল নির্গত হওয়া দেখাযেতে পারে।যার সাথে মিলনকালে কনডমফেটেছে তিনি যদি এইইচ আই ভিপজেটিভ থাকেন তাহলে ৬ সপ্তাহ,৩ মাস এবং ৬ মাস পর পুনরায়পরীক্ষা করে দেখুন আপনার মাঝেসংক্রমন হয়েছে কিনা।কনডম ফেটে যাওয়ার পর আর ধাক্কাদিবেন না। ফাটা কনডমসহ ধাক্কাদিলে সংক্রামক জীবাণু জরায়ুরগভীরতায় চলে যেতে পারে। একইকারণে যোনীর ঝিল্লি/পর্দায়জ্বালাপোড়া করতে পারে যা রোগসংক্রমণ ঝুঁকি বৃদ্ধি করে।আপনার যে কোন স্বাস্থ্য বিষয়কতথ্যের জানান দিতে আপনার ডক্টররয়েছে আপনার পাশে।জীবনকেসুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য

Total Pageviews