Home »
যৌন বিষয়ক টিপস
» বিশ্বে সমালোচিতসর্বোচ্চ আয় করা ১০ পর্ন তারকা
বিশ্বে সমালোচিতসর্বোচ্চ আয় করা ১০ পর্ন তারকা
পর্ন তারকাদের আয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তবে পর্ন স্টারদের আয় কী রকম কখনও ভেবে দেখেছেন? জানলে চমকে উঠবেন। চলুন এক নজরে দেখে নিই সর্বোচ্চ আয় করেন এমন ১০ পর্ন তারকার বার্ষিক আয়ের পরিমাণ।১. জেনা জেমসন্স:বয়ফ্রেন্ডের ওপর রাগ করে হঠাৎ করে ঠিক করেন পর্ন তারকা হবেন, ব্যস যেমন ভাবা তেমন কাজ। হয়েই গেলেন। এ মুহূর্তে রোজগারের বিচারে এক নম্বরে রয়েছেন জেনা। বার্ষিক আয় ৩ কোটি মার্কিন ডলার।২. টেরা প্যাট্রিক:১৯৯৯ সালে পর্ন দুনিয়ায় নিজের কেরিয়ার শুরু করেন টেরা। ২০০৮ সালে অবসর নিলেও নিজের প্রোডাকশন হাউস চালিয়ে যাচ্ছেন। বিশ্বজুড়ে নিজের অভিনীত ছবিগুলিকেলাইসেন্স করিয়েছেন। তা থেকেই বিরাট আয় হয় তাঁর। এখন বছরে আয় করেন দেড় কোটি মার্কিন ডলার।৩. পিটার নর্থ:গিয়েছিলেন মডেল হতে, হয়ে গেলেন পর্ন তারকা। একটি ইন্টারভিউতে নিজের মুখেই এ কথা স্বীকার করেছেন নর্থ। একটি প্রাইভেট পার্টিতে মডেলিংয়ের কাজ করার সময় এক পরিচালকের নজরে পড়ে যানতিনি। তার পর প্রচুর পর্ন মুভিতে অভিনয় করেছেন এবং নিজেও পরিচালনার কাজ করেছেন। তার বার্ষিক আয় ১ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার।৪. ট্রেসি লর্ডস:আসল নাম নোরা লুইসি কুজমা। মাত্র ১৫ বছর বয়সে এক জন ন্যুড মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন ট্রেসি। দীর্ঘ কেরিয়ার শেষ করেছেন। তার সঙ্গে বানিয়েছেন বিরাট ব্যাঙ্ক ব্যালান্স। ট্রেসির বার্ষিক আয় ১ কোটি মার্কিন ডলার।৫. জেসি জেন:নিউ ইয়র্কে তিনি রীতিমতোজনপ্রিয়। একটি আর্টিকেলে লেখা হয়েছিলো, তিনি দুবার ব্রেস্ট ইমপ্ল্যান্ট অপারেশন করিয়েছেন। আসলে অপারেশন নয়, ইনভেস্টমেন্ট। তার বার্ষিক আয় ৯০ লক্ষ মার্কিন ডলার।৬. মারিয়া তাকাগি:এ মুহূর্তে অন্যতম জনপ্রিয় পর্ন অভিনেত্রী। জাপান থেকে সোজা মার্কিন মুলুকে পাড়ি জমানোর পর আয়ের বিচারেও বেশ এগিয়ে রয়েছেন তাকাগি। তারবার্ষিক আয় প্রায় ৮০ লক্ষ মার্কিন ডলার।৭. রন জেরেমি:এক সময় শিক্ষক ছিলেন। পরে অভিনেতা হওয়ার আশায় নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করতে হয়েছে তাঁকে। এখন তাঁকে বেস্ট মেল পর্ন স্টারের আখ্যা দেওয়া হয়। ব্যাঙ্ক ব্যালান্সও সে কথাই বলে। বার্ষিক আয় ৭৫ লক্ষ মার্কিন ডলার।৮. ব্রি ওলসন: ছোটবেলা থেকেই অভিনয়েরশখ ছিলো। স্টেজে এক সময় অভিনয়ও করেছেন। তার পর ঠিক করেন পর্ন মুভিকেই পেশা হিসেবে নেবেন। এ মুহূর্তে আয়ের বিচারে তিনি ৮ নম্বরে রয়েছেন। তার বার্ষিক আয় ৭০ লক্ষ মার্কিন ডলার।৯. কেটি মর্গ্যান:এক সময় জেলবন্ধি জীবন কাটাচ্ছিলেন কেটি। মেক্সিকো থেকে আমেরিকায় মারিজুয়ানা পাচার করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন তিনি। নিজের জামিন এবং মামলা লড়ার খরচ জোগাড় করতেই এই পেশায় আসেন কেটি। এখন অন্যতম ধনী তারকা তিনি। বছরে আয় ৬০ লক্ষ মার্কিন ডলারের কিছু বেশি।১০. লেক্সিনটন স্টিলি:এক সময় পেশায় স্টক ব্রোকার ছিলেন একটি নামকরা ফার্মে। ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যখন হামলা হয়, তখন তিনি সেখানেই ছিলেন। বরাত জোরে বেঁচে গিয়েছিলেন। স্টিলির বার্ষিক আয় ৬০ লক্ষ মার্কিন ডলার।স্পেশাল মেনশন:হ্যাঁ, যাকে খুঁজছেন তিনিও আছেন তালিকায়। সানি লিওন। পর্ন সিনেমায় মুখ দেখানো ছেড়েছেন অনেক দিন হয়ে গেছে। তার পরেও আয়ের বিচারে তিনি আছেন ২১ নম্বরে।