Home »
যৌন বিষয়ক টিপস
» হস্তমৈথুন করাই চাকরি, বেতন ২৫০ মিলিয়ন ডলার!
হস্তমৈথুন করাই চাকরি, বেতন ২৫০ মিলিয়ন ডলার!
হস্তমৈথুন করেই যে ‘হ্যান্ডসাম’ টাকা উপার্জন করা যেতে পারে, কস্মিনকালেও কি ভেবেছেন? আজ্ঞে হ্যাঁ, এর জন্য মিলবে ২৫০ মিলিয়ন ডলার। ধরেই নিয়েছেন নিশ্চয়ই আষাঢ়ে গল্প! হস্তমৈথুনের জন্য কেন খামোকা এতগুলো টাকা দিতে যাবে? যে বা যিনি দেবেন, তাতে তাঁর ফায়দা কী? দিলে– কে, কোথায়, কখন, কীভাবে সেই টাকা দেবেন?এত প্রশ্ন না-করে, ইচ্ছুক থাকলে, চটপট একটা চাকুরির আবেদন করে ফেলুন। মনোনীত একবার হলে, কেল্লাফতে! ভাবছেন তো, এ কেমন চাকরি!হস্তমৈথুন করাটাই যেখানে ‘কাজ’! আপনার যাবতীয় কৌতূহলের জবাব দেবে LoveWoo। লন্ডনের এই অ্যাডাল্ট স্টোরটি সম্প্রতি চাকরির বিজ্ঞাপন দিয়েছে। শুধুমাত্র হস্তমৈথুনে আগ্রহীরাই আবেদন করতে পারেন। মোটা পাউন্ডের পাশাপাশি বিশেষ কিছু সুবিধাও পাবেন LoveWoo-র কর্মীরা। ডিসকাউন্টে তাঁরাLoveWoo-র জিমের সদস্যপদ পাবেন। কর্মীদের স্বাস্থ্যের দিকেও তাদের নজর থাকবে। জন্মদিনে থাকবে ছুটি। এ ছাড়াও বছরে একবার নিজস্ব স্টাফদের ‘ট্রিট’ দেবে কোম্পানি। আর কী চাই!‘পদ’টিকে বলা হচ্ছে, সেক্স টয় রিভিউয়ার। কোন সেক্সটয় কেমন, পরখ করে রেটিং দিতে হবে।রেটিং দিতে হবে সেক্স গেমেও। সপ্তাহে পাঁচ দিন, ফুল টাইম জব কিন্তু। এই পাঁচ দিনের মধ্যে দু-দিন আপনি বাড়ি থেকেও কাজ করতে পারেন।যদিও এক্সাটিং বলে মনেহয়, চটপট আবেদন করে ফেলুন। মধ্যে সেপ্টেম্বরের মধ্যেই কর্মী নিয়োগ সেরে ফেলবে LoveWoo।