Home »
খাদ্য ও স্বাস্থ্য
» ছেলেদের ত্বক ফর্শা করার বিউটি টিপস
ছেলেদের ত্বক ফর্শা করার বিউটি টিপস
১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিলচামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবংআধা টেবিল চামচ বাদামের তেলভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫মিনিট লাগিয়ে রাখুনতারপরপরিষ্কার করুনএই প্যাকটি মুখে শাইনআনবে আর রোদে পোড়া ভাব দূরকরবে• বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুর রসেরমিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিটপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুনসপ্তাহে ২বার এটা লাগান আপনারগায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে• আপনার যদি টমেটো তে অ্যালার্জিনা থেকে থাকে তাহলে কয়েকফোঁটা লেবুর রসের সাথে টমেটোরক্লাথ মিশিয়ে মুখে এবং গলায়ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য আর ১৫মিনিট পর ধুয়ে ফেলুন• আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা),২চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধুমিশিয়ে মুখে লাগানচালের গুঁড়োস্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধুমুখের আর্দ্রতা বজায় রাখবে• শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুনএটিশুষ্ক ত্বকের জন্য অনেক উপকারীতৈলাক্তও ত্বকে মধুর বদলে লেবুব্যবহার করতে হবে• সপ্তাহে একবার পাকা কলা চটকিয়েমুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়েফেলুনমুখে লুকিয়ে থাকা সব ময়লা দূরহবে;ছেলেদের ত্বক ফর্শা করার বিউটি টিপস / Cheleder skin Forsha korar beauty tips