Home »
যৌন বিষয়ক টিপস
» বিশেষ কোনো অঙ্গ স্পর্শ করলে বা সম্বন্ধে বাধা-নিষেধ?
বিশেষ কোনো অঙ্গ স্পর্শ করলে বা সম্বন্ধে বাধা-নিষেধ?
যদিও অনেক প্রাণীর মধ্যেসমকামিতার যৌনখেলা বর্তমান।তাদের যৌনতার পরিচালনা হয়বেশিরভাগই উর্বরতাবৃত্তেরসময়ে। সাধারণত নারী পশুরাইতাদের গর্ভধারণের সময়কালে পুরুষপশুদের সাথে মিলিত হওয়ারআগ্রহ দেখায়। পশুদের এইমিলনপর্বের সময়টাকে অর্থাৎতাদেরউর্বরতাবৃত্তের পিরিয়ডকে প্রায়ইবলা হয়ে থাকে এসট্রুস। নারী পশুরগাত্র থেকে এই সময়ে একটা গন্ধছড়ায়, যা পেয়ে পুরুষ পশুরাযৌনভাবে উত্তেজিত হয়। এই গন্ধছড়ানো শুরু হলেই বুঝতে হবেমাদী পশু এখন এসট্রুস অবস্থায়আছে। এই ধরনের যৌন উত্তেজনারগন্ধকে বলা হয়ে থাকেফেরোমোন।অনেক শ্রেণীর পশুদের মধ্যে মাদীপশু প্রায় একই সময়ে সবগুলোরএসট্রুস হয়ে থাকে। তখনফেরোমোনসের গন্ধে বাতাসপরিপূর্ণ হয়ে ওঠে, যার কারণে মর্দপশুদের যৌন উত্তেজনা বেড়ে যায়,যাকে বলা হয়ে থাকে রুট।বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতেপারেননি যে, ফেরোমোনসমানুষের যৌনতার ক্ষেত্রে কীভূমিকা রাখে। আমরা নিশ্চিতকরে জানি যে, যদিও নারী ওপুরুষের কোনো এসট্রুস বা রুটপিরিয়ড বলে কিছু নেই। এটাইহলো মানুষ ও পশুদের মধ্যে একটাবড় পার্থক্য আমাদের যৌনপরিচালনা শুধু প্রজননের জন্যইসীমিত নয়। আমরা যে কোনোসময়েই যৌন জাগৃতির ইচ্ছা করতেপারি, যৌনাঙ্গ চালনা করতেপারি এবং যৌনানন্দ উপভোগকরতে পারি। তাতে নারী উর্বরহোক বা না হোক তা কোনোব্যাপার নয়। আমাদের মানুষেরযৌন পরিচালনা আরো আমাদেরসম্ভব করে তোলে ব্যাপক আকারেরবিবিধ প্রক্রিয়ায় যৌন জাগরণ ওআনন্দ উপভোগ করা। এসব মানুষেরযৌনখেলা পশুদের মতো এতটাইসীমিত আকারের নয়। যদিওআমাদের রয়েছে অনেক বেশিযৌন আনন্দের ক্ষমতা অন্যান্যবেশিরভাগ পশুর চেয়ে, আমাদেরযৌন পরিচালনা অনেক বেশিনিষিদ্ধ হতেও পারে।যেসব বাধানিষেধ যা মানুষেরযৌন পরিচালনার ক্ষেত্রেপ্রযোজ্য হয়, তা সাধারণতশারীরিক অপারগতার কারণে নয়,যেভাবে অন্য প্রাণীদের ক্ষেত্রেহয় আমাদের যৌনতারবাধানিষেধগুলো হচ্ছে সাধারণতসামাজিক। তারা সেরিব্রালকরটেক্সের মধ্যে বাণীবদ্ধ হয়েথাকে। ব্রেনের এই অংশের মধ্যেইআমাদের যৌনতার পরিচিতি ওভালোবাসার মানচিত্র উন্নতিলাভ করে। তারা গঠিত হয়আমাদের জীবন আরো আমাদেরপরিবারের সঙ্গে জীবনেরঅভিজ্ঞতা এবং আমাদেরসম্প্রদায়ের সামাজিক ও যৌনতারআদর্শ দ্বারা। এখানেই আমাদেরযৌনতার অনুভব বসবাস করে। এইঅনুভবগুলো প্রভাবিত করে যে,কীভাবে আমরা যৌনতায় মিলিতহই, কতটা বৈচিত্রতায় আমাদেরযৌনতার আচরণ আমরা উপভোগকরতে পারি এবং কতটা আনন্দআমরা পেতে পারি।অনেকগুলো অনুভব যা আমাদেরআছে তা হচ্ছে যৌনতা সম্বন্ধেবাধা-নিষেধ। এসব বাধানিষেধেরঅনেকগুলোই আমাদের নিজেদের ওআমাদের সম্প্রদায়কে রক্ষা করতেসাহায্য করে। উদাহরণস্বরূপআমাদের মধ্যে বেশিরভাগ লোকইঅন্যকে আমাদের সাথে জবরদস্তিযৌনমিলনের জন্য বাধা অনুভবকরি। অন্যদিকে অনেকগুলো বাধা-নিষেধ আছে যা অনুভব করি তা শুধুনিজেদের যৌনভাবে উপভোগকরায় বাধা দেয়। উদাহরণস্বরূপআমরা চাইতে পারি যে আমাদেরসঙ্গী আমার বিশেষ কোনো অঙ্গস্পর্শ করুক কিন্তু হয়তো আমরাজানি না সেটা জিজ্ঞেস করাসঠিক কি না।আমাদের যৌনতার বেশিরভাগনিষেধ জড়িত রয়েছে আমাদেরদেহের কল্পনায়, আমাদেরআত্মসম্মানের সাথে, ঈর্ষা,হোমোফোবিয়া এবং আমাদেরআন্তরিক হওয়ার সামর্থের সাথে।