Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» আমেরিকান নাইট’ কেমন কাটালেন ঋতাভরী?
আমেরিকান নাইট’ কেমন কাটালেন ঋতাভরী?
আমেরিকান নাইট’ কেমন কাটালেন ঋতাভরী?বহুদিন লাইম লাইটের আড়ালে রয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অনেকদিন তাকে পাওয়া যায়নি বড় পর্দায়। এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরীর’ ললিতাকে ছোট পর্দাতেও দেখা যাচ্ছে না বেশ কিছুদিন৷আরও পড়ুন: এখন একান্তেই সময় কাটাচ্ছেন মিমিকিছুদিন আগে কালকি কোয়েচলিনের সঙ্গে নেকেড নামে একটি শর্ট ফিল্মে দেখা গিয়েছিল তাকে। লাভ লাইফ নিয়েও তেমন কিছু শোনা যায়নি তাঁর সম্পর্কে। তবে তার নাকি সম্পর্ক রয়েছে পরিচালক সৃজিতের সঙ্গে, এমনটাই শোনা যাচ্ছিল টলি পাড়ায়।আরও পড়ুন: অমিতাভকে নাকি পছন্দ করতেন না রাজেশ খান্না, কেন জানেন?সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের লাইফ খুব ভাল ভাবে এনজয় করছেনঋতাভরী। ছুটির মুডে তিনি পাড়ি দিয়েছেন আমেরিকায়। বরাবরই ঘুরতে ভাল লাগে তাঁর। সেরকমই ওমেন শহর থেকেনিজের ছবি আপলোড করলেন ফ্যান-দের উদ্দেশ্যে। গতকাল রাতে চুটিয়ে সিনেমা দেখেছেন তিনি। এমনটাই লিখেছেন ট্যুইটারে৷তার ট্যুইটারে বেশ কিছু ছবি রইল আপনাদের জন্য