কিশোরীর স্তন হঠাৎ বড় হয়ে যাওয়া এর কারন গুলা দেখেনিন।

অনেক সময় কিশোরী বয়সে অর্থাৎমেয়েদের বয়োসন্ধির সময় স্তন বিশালবড় হয়ে যেতে দেখা যায়। অনেকমেয়ে প্রথম গর্ভধারনের সময় ও এমনসমস্যায় পরতে পারে। বয়োসন্ধির সময়ইস্ট্রোজেন হরমোনের প্রভাবেমেয়েদের স্তন এর স্বাভাবিকপূর্ণতাপ্রাপ্তি ও বৃদ্ধি শুরু হয়। কোনোমেয়ের যদি এই ইস্ট্রোজেন এর প্রতিঅস্বাভাবিক স্পর্শকাতরতা থাকেতাহলে স্তনের এমন অস্বাভাবিক ওঅনিয়ন্ত্রিত বৃদ্ধি শুরু হয়। এমনটি হলেস্তন এতো বড় হয়ে যায় যে বসাঅবস্থায় দুই পাশের স্তনই মেয়েটিরহাটু পর্যন্ত এসে পৌছতে পারে। প্রায়সব ক্ষেত্রেই দুই পাশের স্তন এইসমস্যায় আক্রান্ত হয়ে থাকে। এইসমস্যাটি অস্বস্তিকর এবং অনেক সময়তা দৃষ্টিকটু হিসেবে বিবেচনা করা হয়তাই এর চিকিৎসা করানোর প্রয়োজনআছে। অনেক সময় ইস্ট্রোজেনবিরোধী (Antioestrogen) অসুধ ব্যবহারকরে এই সমস্যায় ভালো ফলাফলপাওয়া যায়। এতে যদি স্তন ছোটোহয়ে না আসে তা হলে রিডাকশনম্যামোপ্লাস্টি (Reductionmammoplasty) নামক অপারেশনকরিয়েই এর স্থায়ী চিকিৎসা করাতেহবে।

Total Pageviews