বিপিএলের বিরতিতে কক্সবাজারে সেলফিতে মজেছেন তাসকিন-সৌম্য- সাব্বির

২১ নভেম্বর মঙ্গলবার শেষহয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) পঞ্চম আসরের ঢাকা পর্ব।ঢাকা পর্বে চিটাগং ভাইকিংসের ম্যাচশেষ হয়েছে আরও চারদিন আগে।বিপিএলের বিরতিতে কক্সবাজারেসেলফিতে মজেছেন তাসকিন-সৌম্য-সাব্বির। গেল ১৭ নভেম্বর শুক্রবার খুলনাটাইটান্সের বিপক্ষে ঢাকা পর্বেনিজেদের শেষ ম্যাচ খেলেছেনতাসকিন-সৌম্যরা। ম্যাচ না থাকায় বেশকিছুদিন আগেই চট্টগ্রাম পৌঁছেছে দলটি।চট্টগ্রাম পৌঁছে ইতোমধ্যেই নিজেদেরঝালিয়ে নিয়েছেন দলের ক্রিকেটাররা।অনুশীলনের ফাঁকেই চট্টগ্রাম থেকেকক্সবাজার উড়ে গেছেন চিটাগংয়ের দুইতারকা ক্রিকেটার। হেলিকপ্টারে করেকক্সবাজার গেছেন আইকন প্লেয়ারসৌম্য ও পেসার তাসকিন। কক্সবাজারসফরে সৌম্য-তাসকিনের সঙ্গে যোগদিয়েছেন সিলেট সিক্সার্সের আইকনপ্লেয়ার সাব্বির রহমান।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেনিজেদের ভেরিফাইড পেজ থেকেকক্সবাজার যাওয়ার খবর জানিয়েছেনচিটাগংয়ের ওপেনার সৌম্য সরকার ওডানহাতি পেসার তাসকিন আহমেদ।সেখানে তাসকিনের পোস্টে সিলেটেরজার্সিতে বিপিএল খেলা সাব্বিররহমানকেও তাদের সঙ্গে দেখা গেছে।আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবেবিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীস্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচেমুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রংপুররাইডার্স। প্রথম দিনের শেষ ম্যাচেইস্বাগতিক চিটাগং ভাইকিংসেরমুখোমুখি হবে সিলেট সিক্সার্স।ছয় ম্যাচে একমাত্র জয় নিয়ে পয়েন্টতালিকার তলানিতে রয়েছে চিটাগং।একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেওবাকি চার ম্যাচেই হারের স্বাদ নিতেহয় বন্দর নগরী চট্টগ্রামের দলটিকে।অন্যদিকে ঘরের মাঠে দুর্দান্ত সূচনাকরলেও ঢাকা পর্বে খেই হারিয়েছেনাসির হোসেনের দল সিলেট সিক্সার্স।সিলেট পর্বে চার ম্যাচের তিনটিতেজয়ের দেখা পেলেও ঢাকা পর্বে হারেরবৃত্ত থেকে বের হতে পারেনি নাসির-সাব্বিররা। আট ম্যাচে তিন জয় ও একম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে পয়েন্টতালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা।

Total Pageviews