ফরজ নামাজের পর দোয়াটি পাঠ করলে সকল গুনাহ মাফ হয়ে যায়

ইসলাম ডেস্ক: চলার পথে আমরাঅনেকেই জেনে না জেনে কতই গুনাহকরে থাকি। তবে মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে গুনাহথেকে মুক্তি লাভের কিছু পথ বলেদিয়েছেন। আর মহানবী (সা.) মহানআল্লাহ তা’য়ালার আদেশ ব্যাখ্যাকরে উম্মতদের বুঝিয়ে দিয়েছেন।গুনাহ মাফের দোয়াটি নিম্নরূপ:আরবি দোয়া:ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠﻪِ، ﺍَﻟْﺤَﻤْﺪُ ِﻟﻠﻪِ، ﺍَﻟﻠﻪُ ﺃَﻛْﺒَﺮُ، ﻵ ﺇﻟﻪَ ﺇﻻَّﺍﻟﻠﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَ ﻟَﻪُﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَ ﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻴْﺊٍ ﻗَﺪِﻳْﺮٌ -বাংলা উচ্চারণ: সুবহা-নাল্লা-হ (৩৩বার)। আলহাম্দুলিল্লা-হ (৩৩ বার)।আল্লাহু-আকবার (৩৩বার)। লা ইলা-হা ইল্লাল্লা-হুওয়াহ্দাহূ লা শারীকা লাহূ; লাহুলমুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলাকুল্লে শাইয়িন ক্বাদীর (১ বার)। অথবাআল্লা-হু আকবার (৩৪ বার)।অর্থ : পবিত্রতাময় আল্লাহ। যাবতীয়প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবারচেয়ে বড়। নেই কোন উপাস্য এককআল্লাহ ব্যতীত; তাঁর কোন শরীক নেই।তাঁরই জন্য সমস্ত রাজত্ব ও তাঁরই জন্যযাবতীয় প্রশংসা। তিনি সকল কিছুরউপরে ক্ষমতাশালী। (মুসলিম,মিশকাত হা/৯৬৬, ৯৬৭, ‘ছালাত’অধ্যায়-৪, ‘ছালাত পরবর্তী যিকর’অনুচ্ছেদ-১৮)।রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,‘যে ব্যক্তি প্রত্যেক ফরয ছালাতের পরউক্ত দো‘আ পাঠ করবে, তার সকলগোনাহ মাফ করা হবে। যদিও তাসাগরের ফেনা সমতুল্য হয়’। (মুসলিম,মিশকাত হা/৯৬৭)।অন্য বর্ণনায় এসেছে,তিনি আয়েশা ও ফাতেমা (রাঃ)-কেবলেন, তোমরা এ দো‘আটি প্রত্যেকছালাতের শেষে এবং শয়নকালেপড়বে। এটাই তোমাদের জন্য একজনখাদেমের চাইতে উত্তম হবে’।(মুসলিম, মিশকাত হা/২৩৮৭-৮৮,অধ্যায়-৯, ‘সকালে, সন্ধ্যায় ও শয়নকালেকি দো‘আ পড়তে হয়’ অনুচ্ছেদ- ৬)।@@ইসলাম ডেস

Total Pageviews