দৈহিক সেক্স মিলনের স্বাস্থ্যগত উপকারিতা

দৈহিক মিলন কি শুধু আনন্দই দেয়?অনেকের ধারণা হয়ত তাই। জানেনকি নিছক আনন্দ দানই নয়, সেক্সেরশারীরিক অনেক উপকারিতাওরয়েছে।দৈহিক মিলনের কিছুউপকারিতা পাঠকদেরজন্য তুলে ধরা হল—ব্যথা থেকে মুক্তিশুধু মাথাব্যথাই নয়, ঘাড়ে বাআঙ্গুলের ব্যথা থেকে মুক্তিপেতে সেক্স একটি কার্যকর ওষুধ।সুন্দর যৌনমিলন আপনাকে অল্পসময়েই এ ধরনের ব্যথা থেকে মুক্তিদেবে।দুশ্চিন্তা থেকে মুক্তিকে না জানে মানবদেহেরবেশিরভাগ জটিল রোগের উৎপত্তিদুশ্চিন্তা থেকে। যে কোনোদুশ্চিন্তা বা বিষণ্নতা থেকেমুক্তি দিতে পারে দৈহিক মিলন।সুখময় একটি সময় আপনাকে মুক্তিদেবে এগুলো থেকে।স্বাস্থ্যবান হার্টহার্টের অনেক অসুখ থেকে মুক্তিদিতে পারে সেক্স। যৌনমিলনেরসময় পুরুষ ও নারী উভয়ের হার্টথেকেই ক্ষতিকর কিছু উপাদানবেরিয়ে যায়। যা হার্টের অসুখথেকে সুরক্ষায় বেশ উপকার করে।অপেক্ষাকৃত তরুণদুশ্চিন্তামুক্ত, হাসিখুশি থাকলেমানুষকে অপেক্ষাকৃত তরুণ দেখায়।আর সেক্স যেহেতু মানুষকেদুশ্চিন্তা থেকে দূরে রেখে মনকেপ্রফুল্ল করে তাই নিয়মিতযৌনমিলনকারীদের অন্যদেরতুলনায় তরুণ দেখাবে এটাইস্বাভাবিক।ঠাণ্ডা থেকে সুরক্ষাযৌনমিলন বা প্রিয় মানুষের সঙ্গেসময় কাটানোর সময় মানুষের শরীরস্বাভাবিকের চেয়ে বেশি গরমথাকে। এন্টিবডির এই উচ্চতরলেভেল সাধারণ ঠাণ্ডা থেকেদূরে রাখে।

Total Pageviews