ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান ও বাংলা

ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য সাধারণ জ্ঞান ও বাংলা থেকে প্রশ্নোত্তর দেয়া হল।

সাধারণ জ্ঞান

১৩। কোন দেশের সরকার প্রধানকে 'চ্যান্সেলর' বলা হয়?
ক. ফিনল্যান্ড
খ. জার্মানি
গ. লুক্সেমবার্গ
ঘ. নরওয়ে
উত্তর : খ. জার্মানি

১৪। বাংলায় মুসলিম আধিপত্য বিস্ত্মারের সূচনা করেন-
ক. আলী মর্দান খলজী
খ. তুঘরিল খান
গ. সামছুদ্দিন ফিরোজ
ঘ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজী
উত্তর: ঘ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজী

১৫। কোন সংস্থা একুশে ফেব্রম্নয়ারিকে আন্ত্মর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?
ক. ইউনিসেফ
খ. ইউনেসকো
গ. ইউএনডিপি
ঘ. ইউএনএফপিএ
উত্তর: খ. ইউনেসকো

১৬। 'ঠএঋ' কার্ডের পূর্ণরূপ কী?
ক. ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋড়ড়ফ
খ. ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋধপরষরঃরবং
গ. ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋববফরহম
ঘ. ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋঁহপঃরড়হং
উত্তর: গ. ঠঁষহবৎধনষব এৎড়ঁঢ় ঋববফরহম

১৭। বাংলায় চিরস্থায়ী ভূমিব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড কর্নওয়ালিস
গ. ওয়ারেন হেস্টিংস
ঘ. জন মেয়ার
উত্তর: খ. লর্ড কর্নওয়ালিস

১৮। ইন্টারপোল কী?
ক. আন্ত্মর্জাতিক গোয়েন্দা সংস্থা
খ. ফ্রান্সের রাষ্ট্রীয় পুলিশ বাহিনী
গ. ইতালির ফুটবল ক্লাব
ঘ. আন্ত্মর্জাতিক পুলিশ সংস্থা
উত্তর: ঘ. আন্ত্মর্জাতিক পুলিশ সংস্থা

১৯। কিন ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?
ক. কুশিয়ারা খ. সুরমা
গ. রূপসা ঘ. মনু
উত্তর: খ. সুরমা

বাংলা

১। কবি শামসুর রাহমানের মৃতু্য সাল কোনটি?
ক. ২০০৪ খ. ২০০৫
গ. ২০০৬ ঘ. ২০০৭
উত্তর: গ. ২০০৬

২। পাছে লোকে কিছু বলে- 'লোকে' কোন কারক?
ক. সম্প্রদান খ. কর্ম
গ. কর্তৃ ঘ. অপাদান
উত্তর: ঘ. অপাদান

৩। 'বাঁচতে দাও' কবিতাটি কোন ধরনের কবিতা?
ক. বিদ্রোহের কবিতা
খ. ব্যঙ্গাত্মক কবিতা
গ. প্রকৃতিক কবিতা
ঘ. বিয়োগাত্মক কবিতা
উত্তর: গ. প্রকৃতিক কবিতা

৪। শিশুর সুস্থ বিকাশের জন্য সহায়ক কোনটি?
ক. গ্রামীণ পরিবেশ
খ. শহুরে পরিবেশ
গ. প্রযুক্তিনির্ভর পরিবেশ
ঘ. আধুনিক পরিবেশ
উত্তর: ক. গ্রামীণ পরিবেশ

Total Pageviews